সিলেটে জেনিথ ইসলামী লাইফের পিকনিক ও ব্যবসা উন্নয়ন সভা
ডেস্ক রিপোর্ট: সিলেট মহানগরের সিনিয়র কর্মকর্তাদের নিয়ে পিকনিক ও ব্যবসা উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। রোববার এডভেঞ্চার ওয়ার্ল্ডে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এসএম নুরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সদর ৩ নং খাদিমনগর ইউপি চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, স্থানীয় বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক আপ্তাব উদ্দিন, মো. তারা মিয়া, মো. শাকিব মিয়া, মো. আব্দুল কাদের এবং কোম্পানির ডিএমডি মো.আব্দুল কাদির।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিলেট জেলা অফিসের ইনচার্জ মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইভিপি মো. রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে কোম্পানির সিলেট মহানগরের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)