বগুড়া, পাবনা ও নাটোরে পপুলার লাইফের ৩১ কোটি টাকা দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: বগুড়া, পাবনা ও নাটোরে ১৮ হাজার ৮২২ গ্রাহকের বীমা দাবি বাবদ সম্প্রতি ৩১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ৪২১ টাকার চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র সদস্য গকুল চাঁদ দাস। কোম্পানিটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বগুড়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত গ্রাহক সমাবেশে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ওই অঞ্চলের ৮ হাজার ২৮৯ গ্রাহকের বীমা দাবির মোট ১৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৫২৫ টাকার চেক হস্তান্তর করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইডিআরএ'র নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) খলিল আহমদ, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডিএমডি মোঃ হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক মোঃ সেলিম মিয়া, সাজ্জাদ মাহমুদ কিশোর, মোহাম্মদ এনামুল হক প্রমুখ।

পাবনা রাধানগর মজুমদার একাডেমি (স্কুল এন্ড কলেজ) মিলনায়তনে আয়োজিত গ্রাহক সমাবেশে পপুলার লাইফের ওই অঞ্চলের ৫ হাজার ৩২ গ্রাহকের বীমা দাবির মোট ৮ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৯৯২ টাকার চেক হস্তান্তর করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিআরএ'র নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) খলিল আহমদ। এ ছাড়াও বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মোঃ হাবিবুর রহমান, প্রকল্প পরিচালকবৃন্দ এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্রাহক সমাবেশে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ওই অঞ্চলের ৫ হাজার ৫০১ গ্রাহকের বীমা দাবির মোট ৯ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৯০৪ টাকার চেক হস্তান্তর করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) খলিল আহমদ। এ ছাড়াও বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মোঃ হাবিবুর রহমান, উর্ধ্বতন প্রকল্প পরিচালক কামাল হোসেন মহসিন, প্রকল্প পরিচালক মোঃ সেলিম মিয়া ও মোঃ মোস্তাফিজার রহমান মিলু এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।