স্বাধীন বীমা নিয়ন্ত্রক সংস্থা গঠন করছে কুয়েত

ইন্টারন্যাশনাল ডেস্ক: বীমাখাত তদারকির জন্য একটি স্বাধীন বীমা নিয়ন্ত্রক সংস্থা গঠন করতে যাচ্ছে কুয়েত। এরইমধ্যে বিষয়টি নিয়ে সরকার পর্যালোচনা শুরু করেছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সহকারী সচিব খালেদ জসিম আল-সামালি এ কথা জানিয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত একটি বীমা সম্মেলনে খালেদ জসিম বলেন, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সভার আলোচ্যসূচিতে বিষয়টি রয়েছে। চলতি বছরের মধ্যেই এ বিষয়ে নতুন কিছু একটা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আল জারিদা এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।

সম্মেলনে উপস্থিত বীমা নির্বাহীদের উদ্দেশ্যে খালেদ জসিম বলেন, সরকার এ পর্যন্ত প্রস্তাবিত বীমা কমিশন স্থাপনের চিন্তা বাদ দেয়নি। বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।

খালেদ জসিম আরো বলেন, বীমা আইন সংশোধন জন্য প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর বিষয়টির একটি পূর্ণাঙ্গ চিত্র দেখা যাবে। এই বছর শেষ হওয়ার আগেই বিলম্বিত খসড়া বিলটি সম্পন্ন করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, এতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। পূর্বে, কর্মকর্তারা বলেছিলেন যে তারা গত বছরের শেষ নাগাদ নতুন বীমা আইন গ্রহণের জন্য চাপ প্রয়োগ করেছেন।

বর্তমানে ১৯৬১ সালের আইন দিয়ে কুয়েতের বীমাখাত পরিচালিত হচ্ছে। আইনটি পাস হওয়ার পর কয়েক দফা পরিবর্তনও করা হয়েছে।