আইপিও’তে যাচ্ছে নেপালের প্রথম বেসরকারি খাতের পুনর্বীমা কোম্পানি
ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রাথমিক গণ প্রস্তাব বা আইপিও’তে যাচ্ছে নেপালের প্রথম বেসরকারি খাতের পুনর্বীমা কোম্পানি হিমালয়ান রি। প্রতিষ্ঠানটি খুব অল্প সময়ের মধ্যেই পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা এএম বেস্ট।
আসন্ন প্রাথমিক গণ প্রস্তাবকে কেন্দ্র করে ক্রেডিট রেটিং সংস্থা এএম বেস্ট ইতিবাচক প্রভাব বা ফলাফলগুলোর অবস্থা পর্যালোচনা করে হিমালয়ান রি'র আর্থিক সক্ষমতার রেটিং ‘বি’ (ফেয়ার) এবং দীর্ঘমেয়াদী ইস্যুয়ার ক্রেডিট রেটিং ‘বিবি+’ (ফেয়ার) প্রদান করেছে।
এএম বেস্ট বলছে, ইতিবাচক প্রভাব বা ফলাফলগুলোর অবস্থা পর্যালোচনা করে সফল মূলধন বৃদ্ধির সাথে সম্পৃক্ত কোম্পানির ব্যালেন্স শীটের সক্ষমতা মূল্যায়নে প্রত্যাশিত উন্নতিকে প্রতিফলিত করে৷
উন্নত আর্থিক সংবেদনশীলতার পাশাপাশি পরিশোধিত মূলধন এবং অতিরিক্ত শেয়ার প্রিমিয়াম বৃদ্ধির আকার ৩ বিলিয়ন নেপালী রুপি (২২.৭ মিলিয়ন মার্কিন ডলার) করা হলে আইপিও সফলভাবে সমাপ্ত হওয়ার পর শেয়ারহোল্ডারদের ইক্যুইটি দ্বিগুণেরও বেশি হবে বলে আশা করা হচ্ছে।
লেনদেনটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য মুলতবি রয়েছে এবং এটি মার্চ ২০২৩-এ শেষ হওয়ার কথা রয়েছে। প্রাথমিক গণ প্রস্তাব সফলভাবে সমাপ্ত না হওয়া পর্যন্ত রেটিংগুলো পর্যালোচনার আওতায় থাকবে বলে জানিয়েছে এএম বেস্ট।
নেপালের দ্বিতীয় পুনর্বীমাকারী হিসাবে ২০২১ সালের জুলাই মাসে কার্যক্রম শুরু করে হিমালয়ান রি, এর দু’মাস আগে প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেয় সরকার। ২০০৩ সালে সন্ত্রাসবাদ এবং দাঙ্গা বীমা পুল হিসেবে গঠনের পর ২০১৪ সালে এটি ৭ বিলিয়ন নেপালী রুপি নিয়ে নেপাল রি হিসেবে রূপান্তরিত হয়।
২০২১ সালের নভেম্বরে এসে হিমালয়ান রি ঘোষণা করেছিল যে এটি ১৫ জুলাই ২০২৩ তারিখে শেষ হওয়া অর্থবছরে (অর্থবছর ২৩) ৩ বিলিয়ন নেপালী রুপি সংগ্রহ করার জন্য আইপিও’তে যাওয়ার পরিকল্পনা করছে।
২০২২ অর্থবছরে হিমালয়ান রি প্রথম পূর্ণ বছরের কার্যক্রমে কোম্পানিটি ৪৩৪.৫ মিলিয়ন নেপালী রুপি গ্রুস প্রিমিয়াম সংগ্রহ করেছে এবং রুপি নিট মুনাফা করেছে ২৯২.১ মিলিয়ন নেপালী রুপি। কোম্পানিটির বিনিয়োগ আয় দাঁড়িয়েছে ৫৭৫.৭ মিলিয়ন নেপালী রুপি। (সূত্র: এআইআর)