নেপালে নতুন ৯ লাইফ বীমা কোম্পানির অনুমোদন
ইন্টারন্যাশনাল ডেস্ক: নতুন করে আরও ৯টি লাইফ বীমা কোম্পানিকে ব্যবসা পরিচালনার অনুমোদন দিয়েছে নেপাল। দেশটির বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স বোর্ড (আইবি) গত ৩ সপ্তাহে এসব আবেদন গ্রহণ করেছে। বীমা ব্যবসার সনদ চেয়ে করা এসব আবেদন দীর্ঘ দিন ধরে ঝুলে ছিল।
সনদ পাওয়া কোম্পানিগুলো হলো- আইএমই লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন লাইফ ইন্স্যুরেন্স, জ্যোতি লাইফ ইন্স্যুরেন্স, সান নেপাল লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্স, রিলায়াবল লাইফ ইন্স্যুরেন্স, সিটিজেন লাইফ ইন্স্যুরেন্স, স্যানিমা লাইফ ইন্স্যুরেন্স, এবং স্টার লাইফ ইন্স্যুরেন্স।
নতুন অনুমোদন পাওয়া ৯টিসহ বর্তমানে নেপালে লাইফ বীমা কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি। অন্যদিকে ১৭টি নন-লাইফ বীমা কোম্পানি দেশটিতে বীমা ব্যবসা পরিচালনা করছে এবং নতুন ৩টি কোম্পানি সনদ চেয়ে আবেদন করেছে। হিমালয়ান টাইমস এসব তথ্য প্রকাশ করেছে।
পেইড-আপ ক্যাপিটাল বৃদ্ধি করে সম্প্রতি 'ডাইরেক্টিভস অন ইন্স্যুরার রেজিস্ট্রেশন অ্যান্ড ইন্স্যুরেন্স বিজনেস অপারেশন' শীর্ষক নির্দেশনা জারি করে নিয়ন্ত্রক সংস্থা। এতে ২০০৭-০৮ অর্থ বছরে আবেদন করা প্রতিষ্ঠানগুলোকে নতুন নির্দেশনা অনুসারে পেইড-আপ ক্যাপিটাল বৃদ্ধির জন্য ৩ সপ্তাহের সময় বেঁধে দেয় ইন্স্যুরেন্স বোর্ড।
নতুন নির্দেশনায়, লাইফ বীমা কোম্পানির জন্য ২ বিলিয়ন রুপি এবং নন-লাইফ বীমা কোম্পানির জন্য ১ বিলিয়ন রুপি পেইড-আপ ক্যাপিটালের শর্তারোপ করা হয়েছে। এরআগে লাইফ বীমা কোম্পানির জন্য পেইড-আপ ক্যাপিটালের শর্ত ছিল ৫০০ মিলিয়ন রুপি এবং নন-লাইফের ক্ষেত্রে ২৫০ মিলিয়ন রুপি।
নিয়ম অনুসারে, বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থাকে প্রথমে অর্থ মন্ত্রণালয় থেকে বীমা ব্যবসা পরিচালনার সনদ প্রদানের অনুমোদন নিতে হয়। এরই ধারাবাহিকতায় মে মাসের তৃতীয় সপ্তাহে ১২টি লাইফ বীমা কোম্পানির আবেদন মন্ত্রণালয়ে পাঠায় ইন্স্যুরেন্স বোর্ড।
এরমধ্যে ১০টি প্রতিষ্ঠানকে বীমা ব্যবসা পরিচালনার সনদ প্রদানের যোগ্য বলে মনে করে অর্থ মন্ত্রণালয়। এরপর ইন্স্যুরেন্স বোর্ড কোম্পানিগুলোকে ৩ মাসের সময় বেঁধে দেয় সনদ গ্রহণের জন্য। এই সময়সীমা শেষ হয়েছে ২৩ আগস্ট বুধবার।
এদিকে অনুমোদন পাওয়া ১০টি কোম্পানির মধ্যে মহালক্ষ্মী লাইফ ইন্স্যুরেন্স পেইড-আপ ক্যাপিটালের শর্ত পূরণ করতে ব্যর্থ হয়। এই প্রেক্ষিতে কোম্পানিটি শর্ত পূরণ করার জন্য আরো ৪৫ দিন সময় বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছে।
তবে ইন্স্যুরেন্স বোর্ডের চেয়ারম্যান চিরঞ্জীবী চাপাগেইন জানিয়েছেন, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে বীমা ব্যবসা পরিচালনার সনদ প্রদানে আইবি'র সব ধরণের প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির সময় বাড়ানোর আবেদন বাতিল হয়ে গেছে।
বর্তমানে নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে ব্যবসা পরিচালনার সনদ প্রদানে প্রস্তুতি নিচ্ছে ইন্স্যুরেন্স বোর্ড। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই কার্যক্রম শুরু হবে। নন-লাইফ বীমার ব্যবসার জন্য ৪টি আবেদন গ্রহণ করেছে আইবি। জেনারেল ইন্স্যুরেন্স, স্যানিমা ইন্স্যুরেন্স, আজোদ ইন্স্যুরেন্স এবং মনকামনা ইন্স্যুরেন্স।