নরেন্দ্র মোদির আয়ুষ্মান ভারত: বিনামূল্যে ৫ লাখ টাকার স্বাস্থ্য বীমা পাবেন প্রবীণরা

ইন্টারন্যামনাল ডেস্ক: প্রবীণ নাগরিকদের জন্য ‘আয়ুষ্মান ভারত’ নামে একটি স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এই প্রকল্পের মাধ্যমে ৭০ বছরের বেশি বয়সী নাগরিকরা বছরে ৫ লাখ টাকার স্বাস্থ্য বীমা সেবা পাবেন। এ জন্য তাদেরকে কোন প্রিমিয়াম প্রদান করতে হবে না। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তারা এই স্বাস্থ্য বীমা সেবা পাবেন।

এই উদ্যোগটি ভারতের প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নেয়া হয়েছে এবং এটি দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আয়ুষ্মান ভারত মূলত কেন্দ্রীয় সরকারের একটি স্বাস্থ্য বীমা প্রকল্প, যা ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর দেশজুড়ে কার্যকর করা হয়।  

আয়ুষ্মান কার্ড থাকলে প্রতি বছর ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা পাওয়া যায়। এই বীমার সুবিধা পেতে হলে যেকোন সরকারি হাসপাতালে ভর্তি হতে হবে। আয়ুষ্মান কার্ডধারীদের বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতালে কোনও ফি দিতে হবে না। এই কার্ডের জন্য অনলাইনে আবেদন করা যাবে।

৫ লাখ টাকার স্বাস্থ্য বীমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ প্রবীণ নাগরিকদের জন্য একটি বড় অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করবে। ফলে তাদের চিকিৎসা খরচ নিয়ে চিন্তা করতে হবে না। এই বীমার আওতায় ভর্তি, অপারেশন, ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সেবার খরচ কভার করা হবে।

আয়ুষ্মান কার্ডধারীদের বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতালে কোনও ফি দিতে হবে না। সরকারি এবং বেসরকারি উভয় হাসপাতালেই চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ থাকবে। ৭০ বছরের ওপরে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্য ক্যাম্প, চেকআপ এবং চিকিৎসা পরামর্শের ব্যবস্থা থাকবে।

স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারতের ফলে প্রবীণ নাগরিকরা আর্থিক চাপ মুক্ত হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন এবং তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দুই রাজ্যের প্রবীণরা পাবেন না আয়ুষ্মান ভারতের সুবিধা:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জানিয়েছেন, দিল্লি এবং বাংলার প্রবীণরা আয়ুষ্মান ভারত থেকে উপকৃত হতে পারবেন না। কারণ, এই দুই রাজ্যে সরকার রাজনৈতিক কারণে এটি বাস্তবায়ন করছে না।

তিনি বলেন, আমি দিল্লি এবং পশ্চিমবঙ্গে বসবাসকারী ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের কাছে ক্ষমাপ্রার্থী। দুর্ভাগ্যবশত, রাজ্য সরকারের আয়ুষ্মান ভারত যোজনায় অংশগ্রহণ না করার সিদ্ধান্তের কারণে আমি সহায়তা দিতে পারব না।

প্রায় ৪ কোটি মানুষ আয়ুষ্মান ভারত যোজনা থেকে উপকৃত হয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী। (সূত্র: কোলকাতা২৪, টিভি৯)