গার্ডিয়ান লাইফের বীমা সেবা এখন মোবাইলে
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম ডিজিটাল ইন্স্যুরেন্স সেবার পরিপূর্ণ সুবিধা নিয়ে 'মাইগার্ডিয়ান' নামে একটি মোবাইল এ্যাপস এর যাত্রা শুরু করেছে চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ্যাপসটি উদ্বোধন করা হয়।
বীমা কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, 'মাইগার্ডিয়ান' একটি সেলফ কেয়ার এ্যাপস। এর মাধ্যমে সব পলিসিহোল্ডার এবং ভবিষ্যৎ কাস্টমার গার্ডিয়ান লাইফের সকল বীমা সম্পর্কিত তথ্য জানতে এবং পলিসি সার্ভিস অত্যন্ত সহজভাবে সম্পন্ন করতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থপনা পরিচালক তপন চোধুরী। এতে সভাপতিত্ব করেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এমএম মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে আইডিআরএ'র সদস্য গকুল চাঁদ দাস, গার্ডিয়ান লাইফের স্পন্সর সৈয়দ আফজাল হাসান উদ্দিন, এপেক্স ফুটওয়ার এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, সৈয়দ আকতার হাসান, গর্ডিয়ান লাইফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব মার্কেটিং এন্ড কমিউনিকেশনস রুবায়াৎ সালেহীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।