প্রিমিয়াম সংগ্রহে দ্বিতীয় প্রান্তিকে ১০% প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশের লাইফ ও নন-লাইফ বীমাখাতে প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১০.৩০ শতাংশ। প্রথম প্রান্তিকে মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ২ হাজার ৬৬০ কোটি টাকা, দ্বিতীয় প্রান্তিকে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৩৩ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ ২৭৩ কোটি ৯৭ লাখ টাকা প্রবৃদ্ধি হয়েছে।

দেশের বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ তথ্য প্রকাশ করেছে। ২০১৮ সালের ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর ব্যবসার দক্ষতার মূল্যয়ন শীর্ষক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, চলতি বছরের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে সর্বমোট ৫ হাজার ৫৯৩ কোটি ৯৭ লাখ টাকা। এরআগে ২০১৭ সালে বীমা কোম্পানিগুলোর সর্বমোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ১১ হাজার ১৫০ কোটি টাকা।

সে হিসাবে ২০১৭ সালে সংগৃহীত মোট প্রিমিয়ামের ৫০.১৭ শতাংশ সংগ্রহ হয়েছে ২০১৮ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত। তবে প্রিমিয়াম আয়ের এই চিত্র তুলনামূলক বিশ্লেষণে বছরান্তে বীমাখাতে কাঙ্খিত পেনিট্রেশন অর্জনের জন্য মোটেও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছে আইডিআরএ।

আইডিআরএ’র তথ্য মতে, লাইফ বীমাখাতে ২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ২ হাজার ৬০ কোটি ৫১ লাখ টাকা। যা প্রথম প্রান্তিকে ছিল ১ হাজার ৭৩৩ কোটি টাকা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে ৩২৭ কোটি ৫১ লাখ টাকা বা ১৮.৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন এই ৬ মাসে মোট প্রিমিয়াম আয় ৩ হাজার ৭৯৩ কোটি ৫১ লাখ টাকা। এরআগে ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর এই ১২ মাসে প্রিমিয়াম সংগ্রহ ছিল ৮ হাজার ২১৫ কোটি টাকা। সে হিসাবে ২০১৭ সালে সংগৃহীত মোট প্রিমিয়ামের ৪৬.১৮ শতাংশ সংগ্রহ হয়েছে ২০১৮ সালের প্রথমার্ধে।

অন্যদিকে নন-লাইফ বীমাখাতে ২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ৮৭৩ কোটি ৪৬ লাখ টাকা। যা প্রথম প্রান্তিকে ছিল ৯২৭ কোটি টাকা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে ৫৩ কোটি ৫৪ লাখ টাকা বা ৫.৭৮ শতাংশ প্রিমিয়াম সংগ্রহ কমেছে।

তবে ২০১৭ সালে সংগৃহীত মোট প্রিমিয়ামের ৬১.৩৭ শতাংশ সংগ্রহ হয়েছে ২০১৮ সালের প্রথমার্ধে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন এই ৬ মাসে মোট প্রিমিয়াম আয় ১ হাজার ৮শ’ কোটি ৪৬ লাখ টাকা। আর ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর এই ১২ মাসে সংগ্রহ ছিল ২ হাজার ৯৩৪ কোটি টাকা।