এক অ্যাকাউন্টেই বীমা কোম্পানির সব লেনদেন

নিজস্ব প্রতিবেদক: একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্টেই পরিচালিত হবে বীমা কোম্পানির সব লেনদেন। কোম্পানিগুলোর জালিয়াতি রোধে এমন উদ্যোগ নিচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)

আইডিআরএ বলছে, কোম্পানিগুলো যে পরিমাণ পলিসি করে, কাগজপত্রে তার অর্ধেকেরও কম দেখানো হয়। উল্লেখযোগ্য পরিমাণ পলিসির তথ্য গোপন রেখে তৈরি করা হয় আর্থিক প্রতিবেদন। এক্ষেত্রে কোম্পানির নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। এসব অ্যাকাউন্টের মাধ্যমেই পরিশোধ করা হয় অতিরিক্ত কমিশনসহ কোম্পানির নানা ধরনের অবৈধ ব্যয়ের অর্থ। মূলত এ ধরনের জালিয়াতি রোধেই সি‍ঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট চালুর উদ্যোগ নিচ্ছে আইডিআরএ। এজন্য বাংলাদেশ ব্যাংকের সহায়তা নেবে নিয়ন্ত্রণ সংস্থাটি।

জানা যায়, বিষয়টি নিয়ে এরইমধ্যে কর্তৃপক্ষের বৈঠকে আলোচনা হয়েছে। বর্তমানে কোম্পানিগুলো কয়টি ব্যাংক অ্যাকাউেন্টের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে তা চিহ্নত করার জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকগুলোকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইডিআরএ।

এ প্রসংগে আইডিআরএ সদস্য বোরহান উদ্দীন আহমেদ বলেন, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কাজ চলছে। মূলত খাতটিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে এবং কোম্পানিগুলোকে একটি ছাতার নিচে আনতেই আমাদের এ পদক্ষেপ।  এর ফলে বীমা ব্যবসায় স্বচ্ছতা আসবে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ইন্স্যুরেন্স নিউজ বিডি’তে প্রকাশিত মতামতে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা কে এম সাইদুর রহমান বীমা কোম্পানির জন্য সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট চালুর প্রস্তাব করেন। ওই সময় তিনি বলেন, বীমা কোম্পানরি জন্য প্রতিটি ব্যাংকে শুধুমাত্র একটি করে এসটিডি হিসাব থাকা উচিত।

প্রতি মাসের পরবর্তী ১৫ তারিখের মধ্যে ওই এসটিডি হিসাবগুলোর ব্যাংক স্টেটমেন্টের কপি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। এতে বীমা কোম্পানির একটি ব্যাংকের বিভিন্ন শাখায় অনেকগুলো এসটিডি হিসাবের আর প্রয়োজন হবে না। বীমা কোম্পানির ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণে এমন পদক্ষেপের বিকল্প নেই বলে তিন মনে করেন।