ঢাবিতে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে ভর্তির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব অ্যাকচুয়ারিয়াল সায়েন্স (এমএএস)'র ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদনপত্র আহবান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে আগামী ২২ মে, ২০১৭ পর্যন্ত এই আবেদন জমা দেয়া যাবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ মে।

ভর্তির যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোন বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রি প্রাপ্তরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে দু'বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া জিএমএটি স্কোর ৫৫০ প্রাপ্ত অথবা জিআরই স্কোর ৩০০ প্রাপ্ত ভর্তিচ্ছুদের সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মাস্টার অব অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে ভর্তির নির্ধারিত ফরম পাওয়া যাবে। এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন নম্বর ৯৬৬১৯২০-৭৩/৮০৮২, ০১৭৩১-২১৭০২০, ০১৭৬৬-২৮৭৩১৮, ওয়েবসাইট- www.banking.ac.bd