করোনায় মারা গেলেন গোল্ডেন লাইফের বীমা কর্মী শুকতারা

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কুমিল্লা অঞ্চলের বীমা কর্মী শুকতারা। গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) বেলা বারোটার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরী তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আমজাদ হোসেন খান চৌধুরী ইন্স্যুরেন্সনিউজবিডি’কে জানান, ২০০৮ সাল থেকে গোল্ডেন লাইফের কুমিল্লা অঞ্চলের আলফালা ইসলামী প্রকল্পে কাজ করছেন শুকতারা। সক্রিয় ও সফল এই বীমা কর্মী সর্বশেষ জিএম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। প্রবাসী স্বামীসহ দুই ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

শুকতারার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পরিবার। একই সঙ্গে মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে বীমা কোম্পানিটি।