লাইফ বীমা ব্যবসার সমাপনী হিসাব দাখিলের সময় বাড়াচ্ছে না আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: ২০২১ সালের লাইফ বীমা ব্যবসার সমাপনী হিসাব দাখিলের সময়-সীমা বাড়াচ্ছে না বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এ সংক্রান্ত একটি চিঠি আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকল লাইফ বীমা কোম্পানিকে পাঠিয়েছে বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।
এর আগে ৫ জানুয়ারি এক চিঠিতে বর্ষ সমাপনীর হিসাব দাখিলের সময়-সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিল বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশেন (বিআইএ)। চলতি মাসের ১৪-১৬ তারিখ বরিশালে আয়োজিত বীমা মেলা উপলক্ষ্যে এ আবেদন জানায় সংগঠনটি।
তবে অনিবার্য কারণে বীমা মেলা ২০২২ স্থগিত হওয়ায় লাইফ বীমা কোম্পানিসমূহ ও করপোরেশনের ৩১ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত ব্যবসার হিসাব দাখিলের সময় সীমা বৃদ্ধির আবেদনটি বিবেচনার কোন সুযোগ নেই বলে চিঠিতে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
এর আগে ২০২১ সালের ৭ ডিসেম্বর বীমা আইন ২০১০ এর ৪৯ ধারার ক্ষমতাবলে লাইফ বীমা কোম্পানিগুলোর বর্ষ সমাপনী হিসাব ১৬ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে দাখিলের নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। নির্ধারিত তারিখে প্রতিবেদন দাখিলে ব্যর্থ হলে বীমা আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করা ওই চিঠিতে।
এ ছাড়াও ২০২১ সালে প্রদর্শিত প্রথম বর্ষ ব্যবসার বিপরীতে ব্যাংক জমা অবশ্যই ১৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে হতে হবে। আর ১৫ জানুয়ারি, ২০২২ তারিখের পর প্রদর্শিত ব্যাংক জমা ২০২২ সালের ব্যবসা হিসেবে গণ্য হবে। প্রথম বর্ষ প্রিমিয়ামের বিপরীতে কালেকশন ইন হ্যান্ড/ ক্যাশ ইন ট্রানজিট/ কালেকশন কন্ট্রোল একাউন্ট/ ব্রাঞ্চ কন্ট্রোল একাউন্ট শিরোনামে কোন অর্থ প্রদর্শন করা যাবে না।
ব্যবসা সমাপনী বিবরণীতে আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম শিরোনামে (নবায়ন প্রিমিয়ামের বিপরীতে প্রদর্শন করা হয়) প্রদর্শিত অর্থের যে অংশ উক্ত বিবরণীতে দাখিলের পর ৩১ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে আদায় হবে বলে গত ৭ ডিসেম্বর চিঠিতে উল্লেখ করা হয়।