পেশাদারিত্বের উন্নয়নে বিআইপিএস-বিআইপিডি’র ফ্রি সেমিনার
সংবাদ বিজ্ঞপ্তি: পেশাদারিত্বের উন্নয়নে বিআইপিস-বিআইপিডি’র যৌথ উদ্যোগে সেমিনার আয়োজন করা হয়েছে। ‘পেশাদারিত্ব-কি, কেন এবং কিভাবে’শিরোনামে আগামী ৭ মার্চ বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনলাইন মাধ্যমে চলবে এই সেমিনার। সকল পেশার কর্মজীবী কোন ফি ছাড়াই এতে অংশগ্রহণ করতে পারবেন।
বীমা শিল্পের উন্নয়নের জন্য প্রত্যেকে বীমা পেশাদারিত্ব বৃদ্ধি করতে হবে এবং বীমা নিয়ে শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। এ বিষয়গুলোর প্রতি গুরুত্ব প্রদান করে বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনালস সোসাইটি (বিআইপিএস) ও বাংলাদেশ ইনষ্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেড (বিআইপিডি) এধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে।