বীমা কোম্পানিগুলোতে তথ্য-প্রযুক্তি ব্যবহারের আহবান অর্থ প্রতিমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট: বীমা কোম্পানিগুলোতে তথ্য-প্রযুক্তির (আইটি) যথাযথ ব্যবহারের আহবান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, বীমা কোম্পানিগুলোতে আইটির যথাযথ প্রয়োগ করলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হবে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) ও ভারতের ব্যাঙ্গালুরুর চেগুস ইনফোটেক কোম্পানির যৌথ উদ্যোগে ২ দিনব্যাপী আইটি সেমিনারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিআইএ'র হলরুমে সোমবার ও মঙ্গলবার সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রথম দিন নন-লাইফ বীমা কোম্পানি এবং দ্বিতীয় দিন লাইফ বীমা কোম্পানির জন্য আইটি বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেশের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে আইটির যথার্থ প্রয়োগ করা হবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। সে লক্ষ্যে সরকারের আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিরন্তর কাজ করে যাচ্ছেন। এ দিক থেকে সেমিনারটি যথেষ্ট গুরুত্ব বহন করে বলে তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের সকল বীমা কোম্পানি আইটির যথাযথ প্রয়োগ করে এ খাতের উন্নতি সাধনে যথেষ্ট সচেষ্ট হবে।
বিআইএ'র ভাইস প্রেসিডেন্ট একেএম মনিরুল হক বলেন, সকল বীমা কোম্পানিতে আইটি'র সফল প্রয়োগ এখন সমায়ের দাবি। এ প্রেক্ষিতে ভারতের ব্যাঙ্গালুরুর চেগুস ইনফোটেক কোম্পানির উদ্যোগে আয়োজিত সেমিনার নিসন্দেহে প্রশংসার দাবিদার, তবে আইটি কোম্পানিগুলোর স্বচ্ছতার প্রতি গুরুত্ব আরোপ করেন।
বিআইএ'র প্রথম ভাইস প্রেসিডেন্ট ও সেমিনারের সভাপতি প্রফেসর রুবিনা হামিদ তার স্বাগত বক্তব্যে বীমা ব্যবসার ক্ষেত্রে কতিপয় সমস্যার কথা তুলে ধরেন। বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লাইসেন্স নবায়ন করার কোন বিধান নেই। কিন্তু বীমাখাতে বার্ষিক মোট প্রিমিয়ামে আয়ের উপর হাজারে ৩.৫০ টাকা হারে বিপুল অংকের নবায়ন ফি দিতে হয়।
তিনি বলেন, লাইসেন্স নবায়নের বিষয়টি রহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেবেন বলে বিআইএ'র প্রতিনিধিদের আশ্বস্ত করেছিলেন অর্থমন্ত্রী। কিন্তু আজ পর্যন্ত কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। এ ছাড়াও এনজিওগুলো নিজেরাই বীমা ব্যবসা করে যাচ্ছে, যা বীমা আইন ২০১০ এর পরিপন্থি। সেটিও বন্ধ করার বিষয়ে তিনি ঐক্যমত পোষণ করেছিলেন, কিন্তু উক্ত বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা নেই।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গকুল চাঁদ দাস। মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, বিআইএ'র উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও চেগুস ইনফোটেক এর স্বত্বাধিকারী এবং প্রধান নির্বাহী শ্রীনিভাস ভিটালসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিআইএ'র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার এবং চেগুস ইনফোটেকের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সুখওয়ান্ত সিং যৌথভাবে সেমিনারটি পরিচালনা করেন। বীমা কোম্পানিগুলোতে আইটির প্রায়োগিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী থেকে ৯০ জন এবং লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী থেকে ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)