জেনিথ ইসলামী লাইফের ডিএমডি মোশাররফ হোসেন মজনুর মৃত্যু
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন মজনু আর নেই। বুধবার (১০ জুলাই) সকাল ৮.৪৫ টায় বরগুণায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। তিনি দীর্ঘদিন কিডনী জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গিয়েছিলেন।
মোশাররফ হোসেন মজনু বরগুণা সদর উপজেলার চরগাছিয়া গ্রামে ১৯৭৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
মোশাররফ হোসেন মজনু জেনিথ ইসলামী লাইফের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রায় ১০ বছর কর্মরত ছিলেন। তার মৃত্যুতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পরিবার গভীরভাবে শোকাহত।