বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আইডিআরএ'র আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করেছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

কর্তৃপক্ষের সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন আইডিআরএ চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী। এসময় কর্তৃপক্ষের সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালক ও কর্মকর্তাবৃন্দ এবং সকল বীমা কোম্পানি ও করপোরেশনের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকগণ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশ ও জাতির কল্যাণে তার আত্মত্যাগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বঙ্গবন্ধুর নীতি, আদর্শ ও চেতনা আমাদের জাতীয় জীবনে প্রয়োগের মাধ্যমে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও সমৃদ্ধ সোনার বাংলা গঠনের ওপর জোর দেয়া হয়।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের আত্মার মাগফেরাত, শান্তি ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)