লাইফ বীমায় করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় বিআইএ’র মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের লাইফ বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে করপোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহক আস্থা বাড়াতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনে এসোসিয়েশনের কনফারেস রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিআইএ’র প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল)।

সভার শুরুতে তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন্স মেনে চলার প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরেন।

সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান ও নির্বাহী কমিটির সদস্য সৈয়দ বদরুল আলম, মো. জালালুল আজিম এবং মো. গোলাম কিবরিয়া।

সভায় চেয়ারম্যানবৃন্দ লাইফ বীমা খাতের বিভিন্ন বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যতে গ্রাহকের আস্থা অর্জনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।