বিআইএ’র নির্বাহী কমিটির সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ
সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র নির্বাহী কমিটির সঙ্গে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর নয়া পল্টনে এসোসিয়েশনের অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বিআইএ’র প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল), প্রথম ভাইস-প্রেসিডেন্ট হোসেন আখতার, নির্বাহী কমিটির সদস্য মো. জালালুল আজিম এবং মো. ইমাম শাহীন, বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ভাইস-প্রেসিডেন্ট মারুফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সিনিয়র ফাইন্যানসিয়াল সেক্টর স্পেশালিষ্ট সুমতি রাজপুত, লিড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট জুপ স্টুটজেসডিক, কনসালটেন্ট জেলেনা কস্টিক, কনসালটেন্ট মো. মোফাজ্জল হোসেন, ডিআরএফ কনসালটেন্ট লাই মিং সো, ডিআরএফ কনসালটেন্ট এমিলি মনটেয়ার, ফাইন্যানসিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট মো. দিদারুল ইসলাম।