জেনিথ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন

মানুষের কল্যাণ কামনা করে বীমা কোম্পানি: বিএম ইউসুফ আলী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী বলেছেন, বীমা কোম্পানি মানুষের কল্যাণ কামনা করে। মানুষের বিপদের সময় পাশে দাঁড়ায়। অসুস্থতায় যেমন চিকিৎসা সুবিধা দেয় তেমনি আর্থিকভাবে শক্তিশালী হওয়ারও সুযোগ তৈরি করে দেয় বীমা।

শনিবার (১৮ অক্টোবর) কক্সবাজারের হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

বিএম ইউসুফ আলী বলেন, জেনিথ অর্থ শীর্ষ। তাই এই কোম্পানিকে অবশ্যই এক নম্বর কোম্পানিতে উন্নীত হতে হবে। তিনি বলেন, আমি আশা করি ২০১৩ সালে অনুমোদন পাওয়া কোম্পানিগুলোর মধ্যে জেনিথ ইসলামী লাইফ খুব শিগগিরই শীর্ষ কোম্পানি হবে।

তিনি আরো বলেন, দক্ষ নেতৃত্বে পরিচালিত হচ্ছে জেনিথ ইসলামী লাইফ, তাই এই কোম্পানি ইনশাল্লাহ সফল হবে। এখানে যারা বিভিন্ন টিম লিডার, তাদেরকেও খুব দক্ষ বলেই আমি মনে করি।

বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহীর প্রশংশা করে বিআইএফ প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী বলেন, সিইওদের মধ্যেও অত্যন্ত দক্ষতার সাথে নেতৃত্ব দেন এস এম নুরুজ্জামান। বিআইএ’র ইসি মেম্বর হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। তার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাবে জেনিথ ইসলামী লাইফ।