জেনিথ লাইফের বিরুদ্ধে গ্রাহকদের বীমা দাবির কোন অভিযোগ নেই: বিআইএ প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ বলেছেন, আমার জানা মতে জেনিথ ইসলামী লাইফের বিরুদ্ধে গ্রাহকদের বীমা দাবির কোন অভিযোগ নেই। এসোসিয়েশনের দায়িত্বে নেয়ার পর আজ অবধি আমি শুনিনি যে, জেনিথ ইসলামী লাইফ কোন ক্লেইম পরিশোধ করেনি।
শনিবার (১৮ অক্টোবর) কক্সবাজারের অনুষ্ঠিত জেনিথ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফ’র জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
বিআইএ প্রেসিডেন্ট বলেন, আমি খুবই আশাবাদী জেনিথ ইসলামী লাইফ একদিন অনেক বড় কোম্পানি হবে। এই কোম্পানির পরিচালনা পর্ষদে যারা রয়েছেন তারা খুবই আন্তরিক। কোম্পানি যিনি ভাইস চেয়ারম্যান তিনি আপনাদের (বীমা কর্মীদের) সম্পর্কে জানেন এবং কে কি টার্গেট নিয়ে কাজ করছেন সেটাও তিনি জানেন।
তিনি বলেন, এটা একটা কোম্পানির জন্য খুবই ভালো লক্ষণ। আইডিআরএ এবং বিআইএ এটাই চায় যে, আপনারা (উন্নয়ন কর্মী ও কর্মকর্তা) যারা কোম্পানিতে কাজ করেন পরিচালকরা তাদের খোঁজ-খবর রাখবেন।
সাঈদ আহমেদ বলেন, দেশের ৩৬টি কোম্পানির মধ্যে হাতে গোণা ১০টি কোম্পানি চরম খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এসব কোম্পানি প্রায় ৬ হাজার কোটি টাকার বীমা দাবি পরিশোধ করতে পারছে না।
তিনি বলেন, এসব কোম্পানির পরিচালকরা বিগত সরকারের সময় বিভিন্নভাবে টাকা লুটপাট করে এখান (বীমা কোম্পানি) থেকে নিয়ে গেছে। যার বেগ আমাদের পেতে হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে অন্য ভালো কোম্পানিগুলোর। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
এরইমধ্যে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। বাংলাদেশ ব্যাংক গভর্ণরের সাথেও কথা হয়েছে। আইডিআরএ’র সাথে কথা বলছি। আমরা শিগগিরই একটা আইনী দিকে যাচ্ছি। কিভাবে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা যায়, অর্থ উদ্ধার করা যায় এবং গ্রাহক দাবি কিভাবে পরিশোধ করা যায় সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।আশা করি এই সমস্যা বেশি দিন থাকবে না।
বীমা কর্মীদের উদ্দেশ্যে বিআইএ প্রেসিডেন্ট বলেন, প্রথম বর্ষের যে ব্যবসা করা হয় সেই ব্যবসা ধরে রাখতে হবে। তাহলে কোম্পানি এগিয়ে যাবে। আপনারা অনেক কষ্ট করে ব্যবসা সংগ্রহ করেন। কিন্তু সেই ব্যবসা ধরে রাখতে না পারলে কোম্পানি কখনো ভালো করতে পরবে না।তাই ব্যবসাটা আনার পর গ্রাহকসেবা ঠিকমতো দিতে হবে।