ম্যানেজমেন্ট ডেভেলপমন্টে বিষয়ে বিআইপিডি'র প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট: ম্যানেজমেন্ট ডেভেলপমন্টে বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) ।আগামী ১৩ ও ১৪ আগস্ট রাজধানীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

উক্ত প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞ প্রশিক্ষক, কোচ ও ভারতের একজন প্রেরণাদায়ী বক্তা আদিত্য কুমার উপস্থিত থাকবেন। তিনি বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৫টি দেশে বিক্রয় ব্যবস্থাপনা ও মানব সম্পদ উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছেন।

কোর্সটি বিশেষভাবে মধ্য ও উর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের জন্য তৈরি করা হয়েছে। বিশেষ করে আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠানের যেমন ব্যাংক, বীমা, মার্চেন্ট ব্যাংক, এমএফআই/এনজিও এর কর্মকর্তাদের জন্য বিশেষ উপযোগী করা হয়েছে।

কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৭ হাজার টাকা। একাধিক অংশগ্রহণকারী একই প্রতিষ্ঠান হতে অংশগ্রহণ করলে ৫% ছাড় পাওয়া যাবে। কোর্সটি সম্পন্ন হবার পর সার্টিফিকেট প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।