মোটর গাড়ী বীমায় তৃতীয় পক্ষের মৃত্যুর দায় প্রসঙ্গে
কে এম এহসানুল হক, এফসিআইআই: ১৯৭৩ খৃষ্টাব্দে জারীকৃত বাংলাদেশ ভেহিকেলস অর্ডিনেন্স এ্যাক্ট ( Bangladesh Vehicles Ordinance Act) অনুযায়ী মোটর গাড়ী বীমায় তৃতীয় পক্ষের মৃত্যুর দায়ের টাকার পরিমাণ ২০,০০০ ( বিশ হাজার টাকা ) টাকা ধার্য্য করা হয়েছে যা ১৯৩০ খৃষ্টাব্দে জারীকৃত রোড ট্রাফিক এ্যাক্টের সমকক্ষ।
পৃথিবীর অনেক দেশে মোটর গাড়ী বীমায় তৃতীয় পক্ষের মৃত্যুর দায় বিভিন্ন সূচকের ( Index ) উপর ভিত্তি করে বিবেচনা করা হয় যেমন :
১. দেশের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা (Socio-Economic condition of the country)
২. জীবনযাত্রার মান (Standard of Living)
৩. জীবনযাত্রার মূল্য (Cost of Living)
৪. মুদ্রাস্ফীতি (Inflation) ইত্যাদি।
উপরে বর্ণিত সূচকের উপর ভিত্তি করে কয়েক বছর পর পর সময়ের সাথে সামঞ্জস্য রেখে দায়ের পরিমাণ বৃদ্ধির বিবেচনা করা হয়।
কিন্তু দুঃখজনকভাবে সুদীর্ঘ ৪৭ বছরে দেশের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সত্ত্বেও বাংলাদেশ ভেহিকেলস অর্ডিনেন্স এ্যাক্টে তার প্রতিফলন ঘটেনি।
আশাকরি বাংলাদেশ সরকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে অনতিবিলম্বে বর্তমান আইন সংশোধন করে প্রয়োজনীয় সংস্কার আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে।