বাধ্যতামূলক তৃতীয়পক্ষ মোটর বীমা এবং ক্ষতিপূরণ সংশোধন প্রসঙ্গে

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বাধ্যতামূলক তৃতীয়পক্ষ মোটর বীমা নিয়ে এই পত্রিকায় অতীতে এবং সাম্প্রতিককালে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এই বীমায় ক্ষতিপূরণ সাধারনত একটি দেশের আর্থ-সামাজিক (Socio-Economic) অবস্থার উপর অনেকটাই নির্ভরশীল।

অতীতে তৃতীয়পক্ষ মোটর বীমায় যে পরিমান ক্ষতিপূরণ নির্ধারন করা হয়েছিল বর্তমানে অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে অপর্যাপ্ত প্রমাণিত হতে পারে।

প্রায় চার দশক সময় দুবাইতে অবস্থানকালে লেখক প্রতি ১০ বছর পর পর কিভাবে ক্ষতিপূরণ বৃদ্ধি করা হয় তার সাক্ষী।

নিম্নোক্ত উদাহরণ থেকে পাঠক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে খানিকটা ধারনা তৈরী হবে।

১। সাল-১৯৭৭ ইং

ক) মৃত্যু বা ব্লাডমানি ক্ষতিপূরন: ইউএই দেড়হাম ৫০,০০০/=

খ) শারীরিক অনিষ্টতা: আদালত কর্তৃক নির্ধারিত ক্ষতিপূরণ (যা সাধারণত বয়স, পেশা, সামাজিক প্রতিষ্ঠা ইত্যাদির উপর নির্ভরশীল) ।

গ) সম্পত্তির ক্ষতি: প্রকৃত ক্ষতির পরিমান টাকা।

২। সাল-১৯৮৭ ইং

ক) মৃত্যু বা ব্লাডমানি ক্ষতিপূরণ: ইউএই দেড়হাম ৭৫,০০০/=

খ) শারীরিক অনিষ্টতা: আদালত কর্তৃক নির্ধারিত ক্ষতিপূরণ।

গ) সম্পত্তির ক্ষতি: প্রকৃত ক্ষতির পরিমান টাকা।

৩। সাল-১৯৯৭ ইং

ক) মৃত্যু ক্ষতিপূরণ: ইউএই দেড়হাম ১,০০,০০০/=

খ) শারীরিক অনিষ্টতা: আদালত কর্তৃক নির্ধারিত ক্ষতিপূরণ।

গ) সম্পত্তির ক্ষতি: প্রকৃত ক্ষতির পরিমান টাকা।

৪। সাল-২০০৭ ইং

ক) মৃত্যু ক্ষতিপূরণ: ইউএই দেড়হাম ১,৫০,০০০/=

খ) শারীরিক অনিষ্টতা: আদালত কর্তৃক নির্ধারিত ক্ষতিপূরণ।

গ) সম্পত্তির ক্ষতি: প্রকৃত ক্ষতির পরিমান টাকা।

অনতিবিলম্বে তৃতীয়পক্ষ মোটর বীমা বাধ্যতামূলক করা সহ দেশের বর্তমান আর্থিক এবং সামাজিক অবস্থার আলোকে পূর্ব নির্ধারিত ক্ষতিপূরণ সঠিকভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহন করতে হবে।

আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপারটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে।