অসুস্থ লাইফ বীমা কোম্পানিকে ব্যবসা করতে দেয়া কি সমীচীন হচ্ছে?
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: দেশের বীমা খাতে বিশেষ করে লাইফ বীমা খাতে বেশ কিছু কোম্পানি রয়েছে যারা আর্থিকভাবে অত্যন্ত দুর্বল, অসুস্থ এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
এসব কোম্পানির মধ্যে অনেকের-ই লাইফ ফান্ড বলে কিছু নাই। আবার অনেক কোম্পানি তীব্র সলভেন্সি মার্জিনের সংকটে ভুগছে।
এমন পরিস্থিতিতেও এসব কোম্পানি নতুন ব্যবসা সংগ্রহ এবং পলিসি নবায়ন করে চলেছে, যা বীমা বিশেষজ্ঞদের মতে বীমা খাতের জন্য এক অসনিসংকেত।
এসব লাইফ বীমা কোম্পানির মধ্যে অনেকে আর্থিক অসচ্ছলতার কারণে বছরের পর বছর বীমা গ্রাহকের মেয়াদ উত্তীর্ণ পলিসির দাবি পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে।
দুর্বল এবং অসুস্থ লাইফ বীমা কোম্পানিকে ব্যবসা করতে দেয়ার অর্থ হচ্ছে গ্রাহক প্রতারণা এবং জেনে-শুনে গ্রাহককে বিপদের মুখে ঠেলে দেয়া, যা মোটেই বাঞ্ছনীয় নয়।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে অনতিবিলম্বে ব্যাংকিং খাতের অনুরুপ এসব লাইফ বীমা কোম্পানির লাল, হলুদ, সবুজ ইত্যাদি গ্রেডে বিভক্ত করে তা জনস্বার্থে প্রকাশ করা।
এই প্রক্রিয়া বর্তমান বীমা গ্রাহক এবং ভবিষ্যৎ বীমা গ্রাহক উভয়ের জন্য এক সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে।
এ ব্যাপারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আশাকরি বীমা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।