অভিভাবকহীন বীমা খাত কোন পথে হাঁটছে
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: পিতৃ-মাতৃহীন সন্তান সমাজে এতিম বা অনাথ হিসেবেই পরিচিত। বীমা খাতের অবস্থা অনেকটা সেইরকম। মনে হচ্ছে বীমা খাতের কোন অভিভাবক নাই।
নিয়ন্ত্রণহীন এবং গতিহীন বীমা খাত যেন এক খন্ড তৃণ; সীমাহীন সাগরে ভেসে বেড়াচ্ছে যে কোন সময় ডুবে যাওয়ার আশংকায়।
দুর্নীতি বীমা খাতকে হৃষ্টে পৃষ্টে জড়িয়ে আছে। বীমা খাতের বর্তমান শোচনীয় অবস্থা কারো অজানা নয়।
বীমা খাতে সীমাহীন দুর্নীতি নিয়ে দিনের পর দিন বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।
কিন্তু দুঃখজনকভাবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে এর প্রতিকারে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এই নিষ্ক্রিয় ভূমিকা পালনের কারনে বীমা গ্রাহকের স্বার্থ চুড়ান্তভাবে ক্ষুন্ন হচ্ছে। অপর পক্ষে এক বিশেষ গোষ্ঠির দুষ্টু অভিলাষ চরিতার্থ হচ্ছে।
বীমা খাত নিয়ে যে মন্তব্য করা গেল এটা কোন বাড়াবাড়ি নয়। এটি হচ্ছে বীমা খাতের বর্তমান বাস্তবতা।
আশাকরি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বীমার মত একটি গুরুত্বপূর্ণ আর্থিক খাত রক্ষায় এবং বীমা খাত সমন্ধে জনগণের নেতিবাচক ধারনা দুর করতে দ্রুত কার্যকারি ব্যবস্থা গ্রহন করবে।