দেশের প্রথম তাপমাত্রাসূচক-ভিত্তিক বীমা দাবি নিষ্পত্তি করলো গ্রীন ডেল্টা
সংবাদ বিজ্ঞপ্তি: গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি বাংলাদেশের বীমা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো তাপমাত্রাসূচক-ভিত্তিক বীমা দাবি সফলভাবে নিষ্পত্তি করেছে। ময়মনসিংহ জেলার চিলমারী, শ্যামনগর ও হালুয়াঘাট উপজেলার ৫০০ দুগ্ধ খামারিকে এই দাবির অর্থ প্রদান করা হয়, যা দুগ্ধ উৎপাদনে জলবায়ুগত প্রভাবজনিত ক্ষতি কাটিয়ে উঠতে তাদের সহায়তা করেছে।
এই বীমা মূলত তাপমাত্রা ও আর্দ্রতার নির্দিষ্ট সূচক অতিক্রম করলে সক্রিয় হয়। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা প্রদান সম্ভব হয়, যা খামারের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সূচকভিত্তিক বীমা আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার কার্যকর মডেল হিসেবে স্বীকৃত।
এই দাবি নিষ্পত্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে আইবিআইএসএ নেটওয়ার্ক, সুইস ক্যাপাসিটি বিল্ডিং ফ্যাসিলিটি (এসসিবিএফ) ও অ্যাসোসিয়েশন ফর পিপলস ডেভেলপমেন্ট স্ট্রিম (এপিডিএস)- এর সহযোগিতায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিডিএস'র প্রধান নির্বাহী মো. মনিরুল ইসলাম খান এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের হেড অব ইমপ্যাক্ট বিজনেস অনুপম দাসসহ অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুপম দাস বলেন, ‘বাংলাদেশের কৃষকদের পাশে থেকে জলবায়ু ঝুঁকির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করা আমাদের প্রতিশ্রুতি। এই দাবি নিষ্পত্তি প্রমাণ করেছে আমরা কৃষকদের দ্রুত সুরক্ষা দিতে সক্ষম।’
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের এই উদ্যোগ কৃষি খাতে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-স্মার্ট বীমা সম্প্রসারণে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যা টেকসই উন্নয়নের বৈশ্বিক মডেল হয়ে উঠতে পারে।