চট্টগ্রামে সোনালী লাইফের কর্মীদের দক্ষতা উন্নয়ন সভা
সংবাদ বিজ্ঞপ্তি: চট্টগ্রাম অঞ্চলের মাঠকর্মীদের নিয়ে ব্যবসা ও দক্ষতা উন্নয়ন সভা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সোমবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন ব্যাঞ্চের তিন শতাধিক ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট অংশ নেন।
চট্টগ্রামের এলজিইডি ভবনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়াল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক তাসনিয়া কামরুন আনিকা।
এছাড়া উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন ফারুকী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ দাশগুপ্ত, মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, এজিএম মহিউদ্দিন সহ কোম্পানির ঊর্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ট্রেনিং এন্ড ডেপেলাপমেন্ট বিভাগের প্রধান তোফাজ্জেল হোসেন মানিক এতে ট্রেনিং কার্যক্রম পরিচালনা করেন।
উক্ত প্রোগ্রামে চট্টগ্রাম জেলার বিভিন্ন ব্যাঞ্চের তিন শতাধিক ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দ উপস্থিত ছিলেন।