আস্থা লাইফ ও পালস হেলথকেয়ার সার্ভিসেস’র মধ্যে টেলিমেডিসিন চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তি: আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং পালস হেলথকেয়ার সার্ভিসেস’র মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) আস্থা লাইফের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর করেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) এবং পালস হেলথকেয়ার সার্ভিসেস’র প্রতিষ্ঠাতা রুবাবা দৌলা।

এই চুক্তির মাধ্যমে আস্থা লাইফের পলিসি হোল্ডারগণ ও করপোরেট কর্মকর্তা/কর্মচারীগণ ২৪/৭ সময়জুড়ে জরুরী প্রয়োজনে অনলাইনে টেলিসেবার মাধ্যমে ডাক্তারের সংস্পর্শে থাকতে পারবেন। এছাড়াও বিভিন্ন স্পেশালাইজড ডাক্তারের এপয়েন্টমেন্ট বুকিং, হোম স্যাম্পল কালেকশন ও রিপোর্ট/মেডিসিন ডেলিভারী, এ্যাম্বুলেন্স বুকিং ইত্যাদি জরুরী সেবা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, আস্থা লাইফের চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্বে পরিচালিত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর এ অগ্রযাত্রার নেপথ্যে যারা আছেন তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই এ ধরণের উদ্যোগ নেয়া হয়।

অপরদিকে, পালস হেলথকেয়ার সার্ভিসেস’র প্রতিষ্ঠাতা রুবাবা দৌলা বলেন, এটি একটি অনলাইন ভিত্তিক টেলিমেডিসিন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আস্থা ও বিশ্বাসের যোগসূত্রে জনগণের স্বাস্থ্য সেবা প্রদান করাই এ প্রতিষ্ঠানে মূল লক্ষ্য। তিনি আস্থা লাইফের সাথে নিজেদের উদ্দেশ্যের মিল বন্ধন অটুট রাখার লক্ষ্যে একসাথে কাজ করার পাশাপাশি দেশের বীমা খাতে জনকল্যাণমূলক অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়াও উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।