কালিহাতি উপজেলার ৭৫ শিক্ষার্থীকে বৃত্তি দিল প্রটেক্টিভ ইসলামী লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মেট্রো প্রোজেক্টে বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) টাঙ্গাইল কালিহাতি অফিসে এই বৃত্তি পরীক্ষা আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, উদ্বোদক সৈয়দ মহসীন হাবীব সবুজ, কালিহাতি থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, প্রোজেক্ট ইনচার্জ মো. কাশেম মিয়া, ডিএমডি মো. জাহিদুল আলম ভূঁইয়া ও ব্যবস্থাপক মো. মিজানুর রহমান।

কালিহাতি উপজেলার ১১টি প্রাইমারী ও কিন্ডার গার্ডেন স্কুলের মধ্যে বৃত্তি পরীক্ষায় প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এর মধ্যে ৭৫ জন বৃত্তি প্রাপ্ত হয়। সকলকে সন্মাননা স্বারক ও আর্থিক অনুদান ইউএনও এর মাধ্যমে প্রদান করা হয়।