প্রগতি লাইফ ও ব্র্যাক ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স দাবি মাত্র ৪৮ ঘণ্টায় নিষ্পত্তি

সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি যৌথভাবে তাদের প্রথম ব্যাংকাস্যুরেন্স দাবি সফলভাবে নিষ্পত্তি করেছে। প্রগতি লাইফ এ দাবিটি মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই মঞ্জুর করে, যা প্রতিষ্ঠানটির দ্রুত, নির্ভরযোগ্য সেবা প্রদানের ও গ্রাহক-কেন্দ্রিক প্রতিশ্রুতির উজ্জ্বল প্রমাণ।

সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে একজন বীমাগ্রহীতার মৃত্যুজনিত দাবির প্রাপ্য অর্থ হিসেবে ১২ লাখ ২৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের নির্বাহী প্রধানরা ব্যাংকাস্যুরেন্সকে দেশের আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং সাধারণ জনগণের জন্য বীমা সুরক্ষা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে অভিহিত করেন।

প্রগতি লাইফের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সবসময় দ্রুত, নির্ভরযোগ্য এবং গ্রাহক-কেন্দ্রিক সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। এই উদ্যোগ দেশের ব্যাংকাস্যুরেন্স খাতকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষকে বীমা সুরক্ষার সুবিধা গ্রহণে উৎসাহিত করবে।