সন্ধানী লাইফের খুলনা জোনাল সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বর্ষ সমাপনী ২০২৫ সফল করার লক্ষ্যে সম্প্রতি খুলনা জোনাল সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার।

সভাপতিত্ব করেন কোম্পানির খুলনা জোনের প্রতিনিধি জয়নাল আবেদীন জুলু এসভিপি (উন্নয়ন) । এছাড়াও উক্ত অনুষ্ঠানে জিএম (উন্নয়ন), ডিজিএম (উন্নয়ন), এজিএম (উন্নয়ন)-সহ খুলনা জোনের সফল উন্নয়ন কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।