ডিজিটাল সেবা বিস্তারে চার্টার্ড লাইফ ও সুখীর মধ্যে চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তি: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং গ্রামীণ হেলথ টেক লিমিটেডের (সুখী) মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ এবং গ্রামীণ হেলথ টেক লিমিটেডের (সুখী) মুখ্য নির্বাহী কর্মকর্তা ড আহমেদ আরমান সিদ্দিকী স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও চার্টার্ড লাইফের চীফ ফিন্যান্সিয়াল অফিসার আবু আহমেদ কবির, হেড অব ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স রাজিব রায়, কোম্পানি সেক্রেটারী এন্ড হেড অব এইচআর জি এম রাশেদ, এসভিপি, হেড অব এডিসি এন্ড কর্পোরেট বিজনেস এস এম সাঈদ হোসেন এবং গ্রামীণ হেলথ টেক লিমিটেডের (সুখী) চীফ ফিন্যান্সিয়াল অফিসার সাইফ আহমেদ চৌধুরী, চীফ টেকনোলজি এন্ড ইনফরমেশন অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল, চীফ হিউম্যান রিসোর্স অফিসার এন্ড হেড অব লিগ্যাল আহমেদ রাকিব মালিক সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত চুক্তির আওতায় গ্রামীণ হেলথ টেক লিমিটেড (সুখী) এখন থেকে চার্টার্ড লাইফের ইন্স্যুরটেক পার্টনার হিসেবে কাজ করবে।




