উচ্চ আয়শ্রেণীর জন্য সান লাইফ সিঙ্গাপুরের দুই নতুন বীমা পরিকল্পনা চালু

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক বীমা প্রতিষ্ঠান 'সান লাইফ সিঙ্গাপুর' সম্প্রতি উচ্চ আয়শ্রেণীর মানুষদের জন্য দুইটি নতুন ইনডেক্সড ইউনিভার্সাল লাইফ পণ্য বাজারে এনেছে। প্রতিষ্ঠানটির মতে, এই উদ্যোগ শুধু আর্থিক সুরক্ষা নয়, বরং সম্পদ ব্যবস্থাপনা, উত্তরাধিকার পরিকল্পনা এবং সমাজে ইতিবাচক অবদান রাখার একটি সমন্বিত প্রচেষ্টা।

নতুন দুটি পণ্যের মধ্যে একটি হলো পূর্ববর্তী জনপ্রিয় পরিকল্পনার উন্নত সংস্করণ। এতে গ্রাহকদের জন্য আরও শক্তিশালী সুরক্ষা সুবিধা যুক্ত করা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো দীর্ঘমেয়াদি লয়্যালটি বোনাস, উচ্চতর রিটার্নের সুযোগ এবং মাল্টিপ্লায়ার সুবিধা। পাশাপাশি পূর্বের মতো মৃত্যুকালীন সুবিধা কিস্তি আকারে গ্রহণ করার সুযোগ বহাল রাখা হয়েছে, যা গ্রাহক পরিবারকে আর্থিক দিক থেকে আরও স্থিতিশীলতা দেয়। এ পরিকল্পনার একটি মানবিক দিকও রয়েছে- প্রতিটি পলিসির প্রিমিয়ামের একটি অংশ দাতব্য খাতে ব্যয় করা হবে। এর ফলে গ্রাহকরা শুধু নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করবেন না, বরং সামাজিক কল্যাণেও অবদান রাখবেন।

অন্য পণ্যটি মূলত দীর্ঘমেয়াদি সম্পদ সঞ্চয় ও উত্তরাধিকার পরিকল্পনার প্রতি লক্ষ্য রেখে তৈরি। এর কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে গ্রাহকের বিনিয়োগ আন্তর্জাতিক শেয়ারবাজার সূচকের পারফরম্যান্সের সঙ্গে যুক্ত থাকে। ফলে সম্পদের বৃদ্ধি সম্ভাবনা থাকে আরও বেশি, যদিও বাজার ঝুঁকি বিবেচনায় নেওয়া প্রয়োজন। পণ্যের মেয়াদ অত্যন্ত দীর্ঘ এবং প্রজন্মান্তরে মালিকানা স্থানান্তরের জন্য নমনীয়তা রাখা হয়েছে। অর্থাৎ গ্রাহক সহজেই নিজের সম্পদ উত্তরসূরিদের হাতে তুলে দিতে পারবেন, যা দীর্ঘমেয়াদে পারিবারিক আর্থিক পরিকল্পনায় সহায়ক হবে।

সান লাইফ সিঙ্গাপুরের কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বব্যাপী বীমা খাতে প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে উচ্চ আয় ও অতিধনী পরিবারগুলো এখন শুধু বীমা কভারেজে সীমাবদ্ধ থাকতে চান না, তারা একইসঙ্গে সম্পদ বৃদ্ধির সুযোগ, কর-সুবিধা, প্রজন্মান্তরে সম্পদ স্থানান্তর এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বয় চান। নতুন দুটি পণ্য তাদের সেই চাহিদা পূরণে সক্ষম হবে বলে সান লাইফ আশাবাদী।

আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, ইনডেক্সড ইউনিভার্সাল লাইফ পণ্যগুলো এশিয়ার বাজারে ক্রমেই জনপ্রিয় হচ্ছে। এগুলো শুধু বীমা নয়, বরং বিনিয়োগ ও উত্তরাধিকার পরিকল্পনার একটি পরিপূর্ণ সমাধান। তবে তারা সতর্ক করেছেন, বাজারভিত্তিক রিটার্ন সবসময় নিশ্চিত নয়। তাই গ্রাহকদের পলিসির শর্তাবলি ও ঝুঁকি সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। (সংবাদ সূত্র: ইন্স্যুরেন্স এশিয়া)