ভারতের বীমা খাতে শতভাগ এফডিআই অনুমোদনের প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বীমা খাতে বড় ধরনের নীতিগত পরিবর্তন আসছে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে শুরু হতে যাওয়া শীতকালীন সংসদ অধিবেশনে ‘ইন্স্যুরেন্স অ্যামেন্ডমেন্ট বিল’ উত্থাপন করতে যাচ্ছে সরকার। এই বিল পাস হলে বীমা খাতে শতভাগ বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) অনুমোদনের সুযোগ তৈরি হবে।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ১৯৩৮ সালের ইন্স্যুরেন্স আইনের পাশাপাশি ১৯৫৬ সালের লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন আইন ও ১৯৯৯ সালের ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিবর্তনের মাধ্যমে বীমা খাতে নতুন কাঠামো প্রবর্তনের পরিকল্পনা রয়েছে, যেখানে শতভাগ এফডিআই, কম মূলধন প্রয়োজনীয়তা এবং কম্পোজিট লাইসেন্স ব্যবস্থার মতো সংস্কার অন্তর্ভুক্ত থাকবে। এক লাইসেন্সে একাধিক বীমা কার্যক্রম পরিচালনার সুযোগ দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য নতুন মাত্রা যোগ করবে।
ভারতের বীমা খাতে বিদেশি বিনিয়োগের সীমা এর আগে ধাপে ধাপে বাড়ানো হয়েছে। ২০১৫ সালে ২৬ শতাংশ থেকে তা ৪৯ শতাংশে উন্নীত হয়। ২০২১ সালে আরও এক ধাপ এগিয়ে ৭৪ শতাংশে উন্নীত করা হয়। এবার শতভাগ এফডিআই অনুমোদনের প্রস্তাব কার্যকর হলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ তৈরি হবে।
বর্তমানে দেশে ২৫টি জীবন বীমা কোম্পানি এবং ৩৪টি সাধারণ বীমা বা নন-লাইফ বীমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। সংশোধনী বিল পাস হলে এসব প্রতিষ্ঠানে বিদেশি অংশীদারদের সরাসরি প্রবেশাধিকার তৈরি হবে, যা খাতটিকে আরও প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব করবে।
অর্থনীতিবিদদের মতে, এই উদ্যোগ বীমা খাতে বহুজাতিক কোম্পানির আগমন ত্বরান্বিত করবে। এর ফলে উন্নত প্রযুক্তি, নতুন পণ্য ও বৈশ্বিক অভিজ্ঞতা ভারতীয় বাজারে যুক্ত হবে, যা গ্রাহকসেবার মান উন্নত করতে সহায়ক হবে। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের জন্য এটি চ্যালেঞ্জও বয়ে আনতে পারে, কারণ শক্তিশালী বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো সরাসরি প্রতিযোগিতায় নামবে।
দেশটির সরকার মনে করছেন, এই পরিবর্তন বীমা শিল্পে বিনিয়োগ প্রবাহ বাড়াবে, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আর্থিক খাতকে আরও শক্তিশালী করবে। তবে বিশ্লেষকদের মতে, স্থানীয় ও বিদেশি স্বার্থের ভারসাম্য বজায় রাখা এবং নিয়ন্ত্রক কাঠামো কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। (সংবাদ সূত্র: এশিয়া ইন্স্যুরেন্স রিভিউ)