আর্থিকভাবে আরও শক্তিশালী হচ্ছে ভিয়েতনামের বেকারত্ব বীমা তহবিল

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের বেকারত্ব বীমা তহবিল আগামী তিন বছরেও আর্থিকভাবে দৃঢ় অবস্থানে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে সরকার। ২০২৩-২০২৫ সময়কালের আয়-ব্যয় পরিকল্পনা ও সার্বিক আর্থিক স্থিতিশীলতা বিশ্লেষণ করে দেশটির গৃহ মন্ত্রণালয় জানিয়েছে, পুরো সময়জুড়ে তহবিলের রাজস্ব, ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যালান্স ইতিবাচক থাকবে।

মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বেকারত্ব বীমায় অংশগ্রহণকারী শ্রমিকের সংখ্যা ১৬.৬ মিলিয়নে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে- যা ২০২৩ সালের তুলনায় প্রায় ১.৮ মিলিয়ন বেশি। একইসঙ্গে অবদানের হিসাবের জন্য গড় মজুরি বৃদ্ধি পেয়ে দাঁড়াবে প্রায় ৬.৭ মিলিয়ন ডং (প্রায় ২৬৪ মার্কিন ডলার), যেখানে গত বছর এটি ছিল ৬.১ মিলিয়ন ডং। সরকার বলেছে, নিয়মিত মজুরি সমন্বয় এবং কর্মসংস্থানে বৃদ্ধিই এই ইতিবাচক প্রবণতার মূল কারণ।

২০২৩ সালে যেখানে তহবিলের মোট রাজস্ব ছিল প্রায় ২৩.১ বিলিয়ন ডং এবং ব্যয় ছিল ২২.৯ বিলিয়ন ডং, সেখানে ২০২৪ সালে রাজস্ব ২৫.৬৮ বিলিয়ন ডং-এ উন্নীত হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। একই সময়ে ব্যয় কমে ২৩ বিলিয়ন ডং-এর সামান্য বেশি থাকতে পারে। ফলে সারা বছরের শেষে তহবিলে উদ্বৃত্ত দাঁড়াতে পারে ৬৭.৪ বিলিয়ন ডং, যা আগের বছরের তুলনায় প্রায় ৪.৭ বিলিয়ন ডং বেশি।

বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে রাজস্ব কিছুটা বাড়লেও ব্যয়ের হার তুলনামূলকভাবে দ্রুত বাড়তে পারে। সে বছর রাজস্ব ধরা হয়েছে প্রায় ২৫.৭ বিলিয়ন ডং, আর ব্যয় ২৭.২ বিলিয়ন ডং হতে পারে। তবে ব্যালান্স ঝুঁকির মুখে পড়ছে না। বছরের শেষে তহবিলে প্রায় ৬৭.৪ বিলিয়ন ডং অবশিষ্ট থাকবে বলে পূর্বাভাস, যা তহবিলের টেকসই আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে।

সরকার বলেছে, স্থিতিশীল শ্রমবাজার, নিয়মিত মজুরি বৃদ্ধি, অংশগ্রহণকারীর সংখ্যা বাড়া এবং ব্যয় ব্যবস্থাপনার সুচিন্তিত কাঠামোর কারণে বেকারত্ব বীমা তহবিল আগামী বছরগুলোতে আরও শক্তিশালী হবে। এটি শুধু দেশের সামাজিক নিরাপত্তা কাঠামোকেই নমনীয় করবে না, বরং আর্থিক ঝুঁকি মোকাবিলায় তহবিলকে দীর্ঘমেয়াদি স্থায়িত্ব দেবে। (সংবাদ সূত্র: এশিয়া ইন্স্যুরেন্স রিভিউ)