খসড়া প্রজ্ঞাপনের ওপর মতামত চেয়েছে আইডিআরএ

বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি বাড়ছে হাজারে ৪ টাকা

নিজস্ব প্রতিবেদক: বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি বাড়িয়ে হাজারে ৫ টাকা নির্ধারণ করা হচ্ছে। এ লক্ষ্যে ‘বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা, ২০১২’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (১ জুলাই) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রস্তাবিত খসড়া প্রজ্ঞাপন তুলে ধরে খাত সংশ্লিষ্টদের মতামত চাওয়া হয়েছে। মতামত জানাতে হবে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে।

বর্তমানে বীমা কোম্পানিগুলোকে নিবন্ধন নবায়ন ফি দিতে হয় গ্রস প্রিমিয়াম আয়ের ওপর প্রতি হাজারে ১ (এক) টাকা।যা খসড়া প্রজ্ঞাপনে ৫ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

অর্থাৎ প্রস্তাবিত খসড়া প্রজ্ঞাপন অনুসারে বীমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন ফি বাড়বে হাজারে ৪ টাকা।

এর আগে ২০১২ সালে 'বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা, ২০১২' এ নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে গৃহীত গ্রস প্রিমিয়ামের বিপরীতে ৩.৫০ টাকা নির্ধারণ করা ছিল।

পরবর্তীতে ২০১৮ সালে এই নিবন্ধন নবায়ন ফি ভারতের সাথে তুলনাক্রমে হ্রাস করে ১.০ নির্ধারণ করা হয়েছে।

আইডিআরএ বলছে, ২০২৩ সালের হিসাব অনুযায়ী ভারতের মোট গ্রস প্রিমিয়াম প্রায় ৬ লাখ কোটি রুপি এবং বাংলাদেশের মোট গ্রস প্রিমিয়াম ছিল প্রায় ১৮,২২৭ কোটি টাকা।

ভারতে নিবন্ধন নবায়ন ফি কম হলেও গ্রস প্রিমিয়াম আয় বেশি হওয়ায় ইন্স্যুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া এর বার্ষিক আয় ৬০০ কোটি রুপি এবং এতে ব্যয়ভার সংকুলান সম্ভব।

অপরদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে কর্তৃপক্ষের আয়ও তুলনামূলক অনেক কম। ২০২৫-২৬ অর্থ বছরে কর্তৃপক্ষের প্রস্তাবিত আয় ছিল ৩৭.৫৯ কোটি টাকা এবং ব্যয় ৩৭.৬৮ কোটি টাকা।

সংস্থাটি আরো বলছে, নিবন্ধন নবায়ন ফি বর্তমানে ১ টাকা হিসেবে কর্তৃপক্ষের ব্যয় কোনরকমে নির্বাহ করা হচ্ছে, কিন্তু কোন সঞ্চয় করা সম্ভবপর হচ্ছে না। কিন্তু ভবিষ্যতে কর্তৃপক্ষের এ ব্যয় ৪ গুণ বা তারও বেশি বৃদ্ধি পাবে।

কারণ কর্তৃপক্ষ বীমাকারীদের আইআইএমএস’র সেবা বিনামূল্যে প্রদান, জনবল বৃদ্ধি, জনবলের পেনশন-গ্র্যাচুয়িটি, নিজস্ব ভবন নির্মাণ, শাখা কার্যালয় স্থাপন, বীমা শিল্পে পেশাদারিত্ব আনয়নের লক্ষ্যে বিসিআইআই, বিআইআইএম, 'একচ্যুয়ারিয়াল সোসাইটি অব বাংলাদেশ' ইত্যাদি প্রতিষ্ঠার জন্য বর্ধিত আর্থিক সংশ্লেষের প্রয়োজন।

সেক্ষেত্রে বর্ণিত কার্যক্রম গ্রহণের জন্য কর্তৃপক্ষের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিবন্ধন নবায়ন ফি ১ টাকার স্থলে ৫ টাকায় উন্নীত করা প্রয়োজন। এ লক্ষ্যে 'বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা, ২০১২' এর সংশোধনের উদ্দেশ্যে খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত করা হয়েছে।