একচ্যুয়ারিয়াল পেশার উন্নয়নে প্রস্তুতকৃত ধারণাপত্র পর্যালোচনা সভা করল আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতে একচ্যুয়ারিয়াল পেশার উন্নয়নে প্রস্তুতকৃত ধারণাপত্র পর্যালোচনা সভা করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বৃহস্পতিবার (৭ আগস্ট) কর্তৃপক্ষের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম সভায় সভাপতিত্ব করেন এবং সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক ধারণাপত্র উপস্থাপন করেন।

সভায় আইডিআরএ’র অন্য ৩ সদস্য তানজিনা ইসমাইল (আইন), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ) ও মো. আপেল মাহমুদ (লাইফ) উপস্থিত ছিলেন।

বিআইএফ’র জয়েন্ট সেক্রেটারি জেনারেল, বিআইএ’র নির্বাহী সদস্য ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান এবং বিআইএফ’র সাংগঠনিক সম্পাদক ও ট্রাস্ট ইসলামী লাইফে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন সভায় উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি (বিআইএ), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) এবং বীমা খাতের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।