বিআইএ’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এ সভা আয়োজন করা হয়।
সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সকল সদস্য, বিভিন্ন বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান ও আইসিসি-বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, এফবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট মীর নাছির হোসেন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বিশেষভাবে উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় উপস্থাপিত বিআইএ’র বার্ষিক প্রতিবেদনে বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা খাতের সার্বিক চিত্র তুলে ধরা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন ও ২০২৪ সালের অডিট রিপোর্ট অনুমোদন করা হয় এবং ২০২৫ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়।




