টার্গেট অ্যাচিভার্স কনফারেন্সের তথ্য

২৬০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে সোনালী লাইফ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে এ পর্যন্ত ২৬০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এর আগে ২০২৪ সালে কোম্পানিটি মোট ৩৬১ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করে।

অপরদিকে চলতি বছরে এখন পর্যন্ত কোম্পানিটি মোট প্রিমিয়াম আয় করেছে ৫৬৭ কোটি টাকা। বছর শেষে প্রিমিয়াম আয়ের পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করেছে বীমা কোম্পানিটি।

এর আগের ২০২৪ সালে সোনালী লাইফের মোট প্রিমিয়াম আয় ছিল প্রায় ৮শ’ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত টার্গেট অ্যাচিভার্স কনফারেন্সে এসব তথ্য তুলে ধরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। দিনব্যাপী এ অনুষ্ঠানে কোম্পানিটির ২ হাজারের বেশি সফল বীমাকর্মী অংশ নেয়।

বীমা কোম্পানিটি বলছে, বীমা দাবি সময়মতো পরিশোধ করায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় ১০ বছরে ৪০ গুণ বেড়েছে। ২০১৫ সালে কোম্পানিটির প্রিমিয়াম আয় ছিল ২০ কোটি ৪০ লাখ টাকা। ২০২৪ সালে সেই প্রিমিয়াম আয় বেড়ে হয়েছে ৮শ’ কোটি টাকা।

টার্গেট অ্যাচিভার্স কনফারেন্সে সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেছেন, অসুস্থ প্রতিযোগীতায় যেনতেনভাবে প্রিমিয়াম আয় করা কোম্পানির লক্ষ্য নয়। বরং বীমার মেয়াদপূর্তির এক সপ্তাহের মধ্যেই গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করেই এগিয়ে চলছে সোনালী লাইফ।

আগামীতে গ্রাহক সন্তুষ্টি অর্জন করে দেশের শীর্ষ লাইফ বীমা কোম্পানিতে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছে পরিচালনা পর্ষদ। এ কারণে চলতি বছরের অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা সন্তোষজনক না থাকার পরও সোনালী লাইফ বিপুল অংকের প্রিমিয়াম আয় করেছে, বলেন শেখ মোহাম্মদ ড্যানিয়েল।