তারুণ্যের উৎসব উদযাপনে গ্রাহক সেবা পক্ষ পালন করবে বীমা খাত
নিজস্ব প্রতিবেদক: সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপনের লক্ষ্যে বীমা খাতে গ্রাহক সেবা পক্ষ পালনের ঘোষণা দিয়েছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। আগামী ১৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই পক্ষ পালন করা হবে।
এই উৎসবের অংশ হিসেবে দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে দু’টি কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানিগুলোকে পাঠানো হয়েছে।
কর্মসূচী দু’টি হলো- তরুণদের দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তথা বীমার মাধ্যমে ভবিষ্যত রক্ষাকবচ তৈরির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে ‘তরুণদের বীমা বিষয়ক কার্যক্রমে উদ্বুদ্ধকরণ কর্মসূচি’ গ্রহণ।
জীবন ও সম্পদের সুরক্ষায় তরুণদের জন্য উপযুক্ত বীমা পরিকল্প উদ্ভাবন ও তাদেরকে উৎসাহিত করতে ‘জুলাই বিপ্লবকে উপজীব্য করে তরুণদের জন্য নতুন বীমা পরিকল্প উদ্ভাবন’ কর্মসূচি বাস্তবায়ন।