নন-লাইফের মুখ্য নির্বাহীদের নিয়ে বৈঠক ডেকেছে বিআইএ, সাত বিষয়ে নেয়া হবে অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক: সাত বিষয়ে অঙ্গীকার নিতে নন-লাইফ মুখ্য নির্বাহীদের বৈঠক ডেকেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর এক হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের নোটিশে বলা হয়েছে, গত সভার সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিআইএ’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ।

নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সূত্রে জানা গেছে, বৈঠকে নন-লাইফের ব্যবসা পরিচালনার বিষয়ে মুখ্য নির্বাহীদের কাছ থেকে ৭টি বিষয়ে অঙ্গীকার নেয়া হবে। এই অঙ্গীকারের বিষয়ে ইতোমধ্যেই নোটিশের সাথে একটি অঙ্গীকারনামা ও স্বাক্ষরের জন্য নির্ধারিত ছক করে পাঠানো হয়েছে। অঙ্গীকারনামার ৭নং অনুচ্ছেদে বলা হয়েছে, এই অঙ্গীকার গোপন থাকবে।

এছাড়াও যেসব বিষয়ে অঙ্গীকার নেয়া হবে বলে জানা গেছে, তা হলো- বীমা খাতে লাগামহীন ও অবৈধ প্রতিযোগিতা, অতিরিক্ত কমিশন এবং অনৈতিক প্রলোভন পরিহার; বীমা আইন, ২০১০ ও সংশ্লিষ্ট বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ; অন্য প্রতিষ্ঠানের চলমান বা নবায়নযোগ্য ব্যবসা অনৈতিকভাবে স্থানান্তর না করা; অধীনস্থ কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক ও এজেন্টদের মাধ্যমে অনৈতিক কার্যক্রম রোধ; নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত শূন্য (০%) এজেন্ট কমিশন হারে নির্দেশনা নিষ্ঠা ও সততার সঙ্গে বাস্তবায়ন। এসব অঙ্গীকার কেউ ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হলে তা মেনে নেয়ারও অঙ্গীকার নেয়া হবে মুখ্য নির্বাহীদের কাছ থেকে।

তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের অঙ্গীকার নেয়া ও অঙ্গীকার ভঙ্গের শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার এখতিয়ার বীমা মালিকদের সংগঠন বিআইর’র আছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে তাদের মতে, এ ধরণের অঙ্গীকার নেয়া বিআইএ’র কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করবে কিনা সে বিষয়ে সচেতন থাকা দরকার।

এবিষয়ে যোগাযোগ করা হলে বিআইএ’র প্রেসিডেন্ট’র কাছ থেকে কোনো ধরনের মতামত পাওয়া সম্ভব হয়নি।