অ্যাসোসিয়েশন অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভস’র নতুন কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের বীমা খাতের পেশাজীবীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভস-এর নির্বাচন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর কনফারেন্স হলে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়, যা ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে ২৮ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মো. হাফিজ উল্লাহ সভাপতি এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম শহিদুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি হিসেবে মো. ইমাম শাহীন, ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল ও কাজী মুখাররাম দস্তগীর; যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈনউদ্দিন; কোষাধ্যক্ষ মুহাম্মদ মাহফুজুর রহমান এফসিএ; যুগ্ম কোষাধ্যক্ষ আনামুল গনি চৌধুরী; সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম (চুন্নু); সমাজ ও সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস আরা চৌধুরী নিম্মি; প্রকাশনা ও প্রচার সম্পাদক শাকাওয়াত হোসেন মামুন; ক্রীড়া সম্পাদক মো. নিজামউদ্দিন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন ড. এ. কে. এম. সারওয়ার জাহান জামিল, সৈয়দ সেহাবুল্লাহ আল-মানজুর, মো. আনোয়ার হোসেন, বায়েজিদ মুজতবা সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. মনিরুল ইসলাম রবি ও মো. লুৎফুল আলম।
এছাড়া উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বীমা খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব এ. কে. এম. ইফতেখার আহমেদ, কাজী মর্তুজা আলী, এম. এ. করিম, বি. এম. ইউসুফ আলী ও ফজলুল করিম মুনশি।
সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটি ও উপদেষ্টাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে অ্যাসোসিয়েশন অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভস আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে। তারা আশা প্রকাশ করেন, এই কমিটি বীমা খাতের টেকসই উন্নয়ন, পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নৈতিক মান রক্ষা এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।