আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলমের অপসারণ দাবিতে পোস্টারিং

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান ড. এম আসলাম আলমের অপসারণ দাবি করে পোস্টারিং করা হয়েছে রাজধানীর মতিঝিলে। তবে এসব পোস্টারে কোন সংগঠন বা ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।

পোস্টারগুলোতে “ফ্যাসিস্টের দোসর, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুণ্ঠণকারী, বীমা করপোরেশন আইন সংশোধনের নামে বিদেশে অর্থ পাচারের ষড়যন্ত্রকারী ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ধ্বংসের হোতা” দাবি করে তার অপসারণ চাওয়া হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর মতিঝিল ঘুরে দেখা গেছে, ফ্যাস্টিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলমসহ অন্যান্যদের একটি ছবি যুক্ত করে এসব পোস্টারিং করা হয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অফিস ভবন (৩৭, দিলকুশা) এবং সাধারণ বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ের ভবন (৩৩, দিলকুশা) এর দেয়ালে এসব পোস্টার সাঁটানো দেখতে পাওয়া যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় নির্বাচনের আগে তড়িঘরি করে বীমা করপোরেশন আইন-২০১৯ সংশোধন বন্ধ করাসহ কয়েক দফা দাবি আদায়ে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে সাধারণ বীমা করপোরেশন কর্মচারি ইউনিয়ন।

তাদের দাবি, বীমা করপোরেশন আইন সংশোধনের প্রস্তাব বাস্তবায়ন হলে সরকার বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হবে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ বীমা করপোরেশন। একইসঙ্গে বিদেশে পুনর্বীমা করার নামে ব্যাপক হারে অর্থপাচার বাড়তে পারে।

সাধারণ বীমা করপোরেশনে পুনর্বীমা করার আইনী বাধ্যবাধকতা তুলে দেয়া ও সরকারি সম্পত্তির ৫০ শতাংশ প্রিমিয়ামের বীমা দাবি বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানিকে পরিশোধ করার প্রস্তাবসহ আইনের ১৭টি স্থানে সংশোধনীর প্রস্তাব করে বীমা করপোরেশন আইন পরিবর্তনের প্রস্তাব করেছে আইডিআরএ।

আইনের সংশোধনীতে ১৩ নং প্রস্তাবে ২০১৯ সালের বীমা করপোরেশন আইনের ১৭ নং ধারা বিয়োজনের প্রস্তাব করা হয়েছে। এর ফলে বীমা করপোরেশন আইনের ১৭ ধারাতে বেসরকারি বীমা কোম্পানির পুনর্বীমাযোগ্য প্রিমিয়ামের ৫০ শতাংশ সাধারণ বীমা করপোরেশনে পুনর্বীমা করার যে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছিল তা আর থাকছে না।

এ ছাড়াও বীমা করপোরেশন আইনের ১৬ নং ধারার সংশোধনীতে প্রস্তাব করার হয়েছে, বেসরকারি কোম্পানিগুলোকে ভাগ করে দেয়া ৫০ শতাংশ প্রিমিয়ামের বিপরীতে কোনো পলিসির বীমা দাবি উত্থাপিত হলে সেই দাবি পরিশোধ করবে সংশ্লিষ্ট বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি। একইসঙ্গে সরকারি সম্পত্তির সংজ্ঞাতে বড় পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে।

এ বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসলাম আলম ও সাধারণ বীমা করপোরেশন কর্মচারী ইউনিয়নের প্রেসিডেন্ট আবদুর রহিমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।