বীমা করপোরেশন আইন সংশোধন বন্ধে এসবিসি কর্মচারিদের মানবন্ধন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) বীমা করপোরেশন আইন-২০১৯ সংশোধনের প্রস্তাবনা থেকে সরে আসার আহ্বান জানিয়ে আবারও আন্দোলনে নেমেছেন সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) কর্মচারি ইউনিয়নের নেতাকর্মীরা। রোববার (৯ নভেম্বর) আইডিআরএ কার্যালয়ের সামনে এই আন্দোলন অনুষ্ঠিত হয়।
আন্দোলনে এসবিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি কাজী আব্দুল রহিম, সাধারণ সম্পাদক হানিফ, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেনসহ শতাধিক কর্মকর্তা ও কর্মচারি অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, বীমা করপোরেশন আইন সংশোধনের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান এসবিসিকে দুর্বল করার চক্রান্ত চলছে, যা দেশের সরকারি খাতের জন্য মারাত্মক ক্ষতিকর হবে।
এসবিসি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন বলেন, এই আইন সংশোধন করা হলে সরকারি খাত চরম ক্ষতির মুখে পড়বে। তাই কোনোভাবেই এই সংশোধন হতে দেওয়া হবে না। একইভাবে সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বেসরকারি খাতে পুনর্বীমা ব্যবসা চলে গেলে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাবে। এসবিসিতে এই ব্যবসা থাকলে বীমা কোম্পানিগুলো নিরাপদ থাকবে।
আন্দোলনকারীরা ঘোষণা দেন, সোমবার (১০ নভেম্বর) আইডিআরএ চেয়ারম্যানের কাছে বীমা করপোরেশন আইন সংশোধনের প্রস্তাবনা প্রত্যাহারের দাবিতে একটি স্বারকলিপি পেশ করবেন। এতে ইতিবাচক সাড়া না পেলে তারা সরকারের অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কাছেও যাবেন।
উল্লেখ্য, এসবিসি কর্মচারি ইউনিয়নের নেতাকর্মীরা কয়েক দিন ধরেই এই সংশোধনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ, জাতীয় নির্বাচনের আগে তাড়াহুড়ো করে প্রণয়ন করা এই সংশোধনীতে ৫০ শতাংশ পুনর্বীমার বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা সরকারি স্বার্থের পরিপন্থী।




