বীমা খাতের উন্নয়নে আইডিআরএ’র ৫৪ সংস্কার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: বীমা আইন সংশোধন, ব্যবস্থাপনা ব্যয়ের সীমা পুনর্নির্ধারণ, ইআরপি সিস্টেম চালু, বাস্তবভিত্তিক বীমা পরিকল্প প্রণয়ন, একচ্যুয়ারিয়াল ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বিভিন্ন চেকলিস্ট প্রণয়ণ ও সংশোধনসহ ৫৪টি সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
বীমা কোম্পানিগুলোতে সুশাসন প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করাসহ দেশের বীমা খাতের উন্নয়নে এসব সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এরইমধ্যে কিছু সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং কিছু কার্যক্রম এখনো চলমান রয়েছে।
সংস্থাটির প্রশাসন অনুবিভাগের অধীনে ১৯টি সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়াও আইন অনুবিভাগের অধীনে ১৬টি, লাইফ অনুবিভাগের অধীনে ৯টি এবং নন-লাইফ অনুবিভাগের অধীনে ১০টি সংস্কার কার্যক্রম পরিচালনা করছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
প্রশাসন অনুবিভাগের অধীনে যেসব সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে:
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অর্গানোগ্রাম সংস্কার ও প্রয়োজনীয় জনবল কাঠামো চূড়ান্তকরণ; 'জাতীয় বীমা নীতি, ২০২৫-৩০' প্রণয়ন; বাংলাদেশে একচ্যুয়ারি পেশা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন; রেগুলেটরি স্যান্ডবক্স গাইডলাইন্স, ২০২৩ এর সংশোধন; বাংলাদেশ চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট (বিসিআইআই) প্রতিষ্ঠা; বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট (বিআইআইএম) প্রতিষ্ঠা; বাংলাদেশ একচ্যুয়ারিয়াল ইনস্টিটিউট প্রতিষ্ঠা; ন্যাশনাল কোর ইন্স্যুরেন্স সলিউশন (এনসিআইএস) সিস্টেম প্রতিষ্ঠা;
ইআরপি সিস্টেম (১৪টি মডিউল) বাস্তবায়ন; রেগুলেটরি টেকনোলজি সলিউশন (১১টি মডিউল) বাস্তবায়ন; সুপারভাইজরি টেকনোলজি সলিউশন (৭টি মডিউল) বাস্তবায়ন; ইউনিফায়েড মেসেজিং প্লাটফর্ম (ইউএমপি) কে পরিবর্তন করে ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইআইএমএস) এ রূপান্তর (বর্তমানে ১০টি সার্ভিস যুক্ত যেমন- এসএমএস, ইমেইল- নোটিফিকেশন, সেন্ট্রাল ডাটা ওয়্যারহাউজ, ই-রিসিপ্ট, পলিসিহোল্ডার পোর্টাল, মোবাইল অ্যাপ, এজেন্ট লাইসেন্সিং অনলাইন, ই-কেওয়াইসি, ইলেকট্রনিক রিপোর্ট ভেরিফিকেশন ও বিজনেস ইন্টেলিজেন্স মডিউল বাস্তবায়ন);
কর্তৃপক্ষের সকল লিজেসি ডকুমেন্ট ডিজিটাল ফরম্যাটে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে সংরক্ষণ; আইডিআরএ প্রধান কার্যালয়ে ডিজিটাল এন্ট্রি/ এক্সিট সিস্টেম বাস্তবায়ন; আইডিআরএ’র কোন কর্মকর্তা/কর্মচারী কর্তৃক কোন বীমাকারী বা অংশীজনের নিকট থেকে কোন প্রকার সুযোগ-সুবিধা গ্রহণ নিষিদ্ধকরণ; বিরোধ নিষ্পত্তি কমিটি পুনর্গঠন; এজেন্ট প্রশিক্ষণ গাইডলাইন প্রণয়ন; ইন্স্যুরটেক কোম্পানির কার্যক্রম পরিবীক্ষণ ব্যবস্থা চালুকরণ এবং বীমা জরিপকারীদের কার্যক্রম পরিবীক্ষণ ব্যবস্থা চালুকরণ।
আইন অনুবিভাগের অধীনে যেসব সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে:
বীমা আইন ২০১০ এর সংশোধন; বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর সংশোধন; বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ প্রণয়ন; বীমা কর্পোরেশন আইন, ২০১৯ এর সংশোধন; বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা, ২০১২ এর সংশোধন; লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা, ২০২০ এর সংশোধন; বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা, ২০১২ এর সংশোধন; বীমাকারীর রাজস্ব হিসাব, লাভ-ক্ষতির হিসাব ও স্থিতিপত্র প্রবিধানমালা, ২০২৫; বীমাকারীর উপদেষ্টা নিয়োগ প্রবিধানমালা, ২০২৫;
জরিপকারীর দায়িত্ব ও কর্তব্য প্রবিধানমালা, ২০২৫; লাইফ বীমাকারীর উদ্বৃত্ত বন্টন প্রবিধানমালা, ২০২৫; বীমা কোম্পানির পরিচালক নির্বাচন বিধিমালা, ২০২৪ এর সংশোধন; বিরোধ নিষ্পত্তি কমিটি প্রবিধানমালা, ২০১২ এর সংশোধন; নন-লাইফ বীমা জরিপকারী (লাইসেন্সিং) বিধিমালা, ২০১৮ এর সংশোধন; বীমা এজেন্ট (নিয়োগ, নিবন্ধন ও লাইন্সেস) প্রবিধানমালা, ২০২১ এর সংশোধন এবং লাইফ ও নন-লাইফ বীমাকারীর সলভেন্সি মার্জিন প্রবিধানমালা, ২০২৪।
লাইফ অনুবিভাগের অধীনে যেসব সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে:
লাইফ বীমা কোম্পানিসমূহের গ্রেডিং কার্যক্রম সম্পন্নকরণ; কোম্পানিসমুহের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের চেকলিষ্ট সংশোধন কার্যক্রম সম্পন্নকরণ; বীমা কোম্পানিসমূহে যোগ্য ও দক্ষ মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে কর্তৃপক্ষ কর্তৃক পুলভুক্তকরণ কার্যক্রম সম্পন্নকরণ; কর্তৃপক্ষের গ্রেডিংয়ের ভিত্তিতে ১৫ টি লাইফ বীমাকারীতে বিশেষ নিরীক্ষা কার্যক্রম চলমান; বীমা শিল্পের প্রত্যেক লাইফ বীমাকারীর বীমা পরিকল্পসমূহের তথ্য কর্তৃপক্ষে আনয়ন ও বীমা পরিকল্পসমূহের হালনাগাদকরণ কার্যক্রম সম্পন্নকরণ;
লাইফ বীমাকারীর শাখা কার্যালয় স্থাপনের চেকলিষ্টের সংশোধনী কার্যক্রম সম্পন্নকরণ; প্রত্যেক লাইফ বীমাকারীর প্রোফাইল তৈরী ও প্রোফাইল হালনাগাদ করণ কার্যক্রম সম্পন্নকরণ: লাইফ বীমাকারী কোম্পানির বীমা পরিকল্পসমূহের হালনাগাদকরণ ও modification এর কার্যক্রম গ্রহণ এবং বাংলাদেশে একচ্যুয়ারির কাজ সম্প্রসারণের লক্ষ্যে একচ্যুয়ারিদের তালিকাভুক্তির কার্যক্রম গ্রহণ।
নন-লাইফ অনুবিভাগের অধীনে যেসব সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে:
বিশেষ নিরীক্ষার বিল দ্রুত পরিশোধের লক্ষ্যে কর্তৃপক্ষ হতে প্রদানের ব্যবস্থা নিশ্চিতকরণ; বীমাকারী প্রতিষ্ঠানসমূহে সময়ে সময়ে নিরীক্ষা সম্পাদনের জন্য নিরীক্ষা ফার্ম তালিকাভুক্তির কার্যক্রম গ্রহণ; বীমাকারী প্রতিষ্ঠানসমূহ বীমা আইন, বিধি প্রবিধি সার্কুলার অনুসরণপূর্বক বীমা ব্যবসা পরিচালনা করছে কিনা সেটি উদঘাটন ও সমাধানের লক্ষ্যে টিওআর সংশোধন; বীমাকারী প্রতিষ্ঠানসমূহের প্রোফাইল তৈরী ও হালনাগাদকরণ; আইআইএমএস ব্যবহার করে বীমাকারী প্রতিষ্ঠানসমূহের অফসাইট সুপারভিশন জোরদারকরণ;
বীমা কোম্পানীসমূহের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ লাভের সম্ভাব্য তালিকা বা মুখ্য নির্বাহী কর্মকর্তার পুল তৈরি; বীমা কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ/ পুনঃ নিয়োগের চেকলিস্ট সংশোধিত; বীমা জরিপকারী প্রতিষ্ঠানের শাখা কার্যালয় খোলা সংক্রান্ত চেকলিষ্ট অনুমোদনক্রমে প্রকাশিত; বীমা জরিপকারী হিসাবে ক্ষমতা/অথোরাইজেশন প্রদান করার জন্য চেকলিষ্ট অনুমোদনক্রমে প্রকাশিত এবং কর্পোরেট এজেন্ট (ব্যাংকাসুরেন্স) সনদ প্রাপ্তির জন্য চেকলিস্ট অনুমোদনক্রমে প্রকাশিত।




