প্রস্তাবিত একচ্যুয়ারি অধ্যাদেশ চূড়ান্ত করতে পরামর্শ সভা করেছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত একচ্যুয়ারি অধ্যাদেশ-২০২৫ চূড়ান্ত করতে পরামর্শ সভা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । সোমবার (১০ নভেম্বর) সংস্থাটির সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সভাপতিত্বে সভায় একচ্যুয়ারি ড. মোহাম্মদ সোহারাব উদ্দিন ও একচ্যুয়ারি আফরিন হকসহ বিআইএ ও বিআইএফ’র প্রতিনিধি, বিশিষ্ট বীমাবিদ এবং আইডিআরএ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, প্রস্তাবিত একচ্যুয়ারি অধ্যাদেশ বাস্তবায়নের মাধ্যমে বীমা খাতে বিদ্যমান একচ্যুয়ারি সংকট নিরসনে ইনস্টিটিউট অব একচ্যুয়ারিজ অব বাংলাদেশ গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
পাশাপাশি একচ্যুয়ারি পেশার মানোন্নয়ন, নীতিমালা প্রণয়ন এবং নিবন্ধন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একচ্যুয়ারিয়াল বোর্ড ও কাউন্সিল গঠিত হবে বলে আশা প্রকাশ করা হয় এই পরামর্শ সভায়।




