চার্টার্ড সেক্রেটারি পেশায় তালিকাভুক্তির জন্য আইডিআরএ’র বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: চার্টার্ড সেক্রেটারি পেশায় তালিকাভুক্তির জন্য আবেদন গ্রহণ করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এ লক্ষ্যে আগামী ২৫ জানুয়ারি বিকাল ৫ ঘটিকার মধ্যে যোগ্যতাসম্পন্ন আগ্রহী ব্যক্তি বা ফার্মের আবেদন কর্তৃপক্ষের দপ্তরে জমা দিতে বলা হয়েছে। গত ৫ জানুয়ারি এই আবেদনের আহবান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাযুক্ত ব্যক্তি বা ফার্ম বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বীমাকারী প্রতিষ্ঠানসমূহের সেক্রেটারিয়াল কমপ্লায়েন্স, গভন্যান্স, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনিসহ কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিশেষ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা সংক্রান্ত দায়িত্ব পালন করবে। অনুসন্ধানকারী হিসেবে নিয়োগের সময় সুনির্দিষ্ট কর্মপরিধি নির্ধারিত হবে।
আবেদনকারীর নিম্নরূপ যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে-
আইসিএসবিকর্তৃক প্রদত্ত ন্যূনতম এসোসিয়েটেড চার্টার্ড সেক্রেটারি মেম্বারশিপধারী হতে হবে; আর্থিক প্রতিষ্ঠানে (দুই) বছরের অভিজ্ঞতাসহ অন্যূন ৫ (পাঁচ) বছরের কর্ম অভিজ্ঞতা; বীমা সেক্টরে কর্ম-অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে।
আবেদনকারী তালিকাভুক্তির অযোগ্য হবেন, যদি-
আবেদনকারী কোনো আদালত কর্তৃক কোন অপরাধের জন্য দোষী সাব্যস্ত বা দন্ডিত হয়ে থাকেন; আবেদনকারী কোনো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক শান্তিপ্রাপ্ত বা কালো তালিকাভুক্ত হয়ে থাকেন।
আবেদনের সাথে যেসব দলিলাদি জমা দিতে হবে-
আইসিএসবি কর্তৃক প্রদত্ত মেম্বারশীপ সার্টিফিকেটের অনুলিপি; আর্থিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যেমন জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংকের অধীনে তালিকাভুক্ত হয়ে থাকলে তার সনদ বা তালিকাভুক্তির প্রমাণ এবং তালিকাভুক্তির বিপরীতে পরিচালিত কার্যক্রমের তালিকা; সর্বশেষ ৫ (পাঁচ) বছরের কর্ম-অভিজ্ঞতার প্রমাণক।
এছাড়াও আবেদনকারীর বিরুদ্ধে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক ইতোপূর্বে কোন প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি মর্মে প্রত্যয়ন অথবা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড বা অন্য কোনো আর্থিক খাতের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক কালো তালিকাভুক্ত করা হয়নি মর্মে হলফনামা; টিআইএন ও বিআইএন এর প্রমাণক।




