বিশ্বস্ততা বীমা পরিচিতি

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: কর্মচারীর অসাধুতার কারণে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্নভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। বিশ্বস্ততা বীমা (Fidelity Guarantee Insurance) এই ধরণের ঝুঁকি বা ক্ষয়ক্ষতির সুরক্ষা প্রদান করে থাকে।

উদাহরণসরূপ:

১। তহবিল তসরূপ বা আত্মসাৎ (Embezzlement or Misappropriation of Money) ।

২। পণ্যদ্রব্য চুরি (Theft of Stock) ।

৩। কম্পিউটার ফ্রড ইত্যাদি।

যাদের বিপরীতে সাধারণত এই বীমা ক্রয় করা হয়:

হিসাব-নিকাশ বা টাকা-পয়সা লেনদেনের কাজে নিয়োজিত কর্মচারীর বিপরীতে এই বীমা ক্রয় করা হয়। যেমন:

ক) হিসাব রক্ষক (Accountant/ Cashier) ।

খ) গুদাম ঘরের দায়িত্বে নিয়োজিত কর্মচারী (Sore Keeper) ।

গ) ড্রাইভার ইত্যাদি।

কর্মচারী বিশ্বস্ততা বীমার প্রকারভেদ:

১। কর্মচারীর নাম সম্বলিত বীমা।

২। কর্মচারীর পদবী বা উপাধি সম্বলিত বীমা (Finance Manager/ Accounts Manager/ Cashier/ Store Keeper etc.) ।

৩। উন্মুক্ত বীমা (বৃহৎ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বেলায় প্রযোজ্য) ।

অপরাধ আবিস্কারের সময়-সীমা:

অপরাধ সংঘটিত হওয়ার দিন বা সময় থেকে সাধারণত ১২/ ১৮ মাস।