সন্ধানী লাইফের বীমা এজেন্টদের বেসিক ট্রেনিং অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সমগ্র বাংলাদেশ থেকে আগত প্রায় দেড় শতাধিক এফএ’দের নিয়ে ‘বেসিক ট্রেনিং কোর্স ফর ফিন্যান্সিয়াল এসোসিয়েটস’ বিষয়ের উপর বিআইপিডি কর্তৃক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বাংলামটরস্থ কোম্পানির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে সম্প্রতি এই আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার, সিএফও (চলতি দায়িত্ব) মাহবুবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনষ্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্টের মহাপরিচালক ও অভিজ্ঞ প্রশিক্ষক কাজী মো. মোরতুজা আলী, মো. আনাছ আহমেদ ও মো. মোশফেকুল করীম।