দায় বীমা পরিচিতি (পর্ব-২)

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: কর্মচারী নিয়োগকারীর দায় বীমা (Employer's Liability): কর্মস্থলে ত্রুটিযুক্ত বিদ্যুতের কারণে বা ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহারের কারণে কর্মচারীর শারীরিক অনিষ্টতা বা মৃত্যু ঘটলে এই বীমা কর্মচারী নিয়োগকারীর আইনগত দায় বহন করে। আইনের মাধ্যমে এই বীমা পৃথিবীর বিভিন্ন দেশে বাধ্যতামূলক করা হয়েছে।

উদাহরণ:

১। ত্রুটিপূর্ণ মই ব্যবহার করার কারণে পড়ে গিয়ে কর্মচারীর হাত পা ভাঙ্গাঁ বা মাথায় আঘাত পাওয়া।

২। কর্মস্থলে আলো বাতাসের অপর্যাপ্ততার কারণে কর্মচারী অসুস্থ হয়ে পড়া ইত্যাদি।

উৎপাদনকারীর দায় বীমা (Product Liability):

শিল্প প্রতিষ্ঠানে ত্রুটিপূর্ণ উৎপাদন যা জনসাধারণ বা ক্রেতার ব্যবহারের কারণে বিশেষ করে ক্রেতার শারীরিক ক্ষতি বা মৃত্যু ঘটলে এই বীমা উৎপাদনকারীর আইনগত দায়ভার বহন করতে হবে।

উদাহরণ:

১। ত্রুটিপূর্ণ ঔষুধ সেবনের ফলে রোগীর মৃত্যু ঘটা বা অসুস্থতা বৃদ্ধি পাওয়া।

২। ত্রুটিপূর্ণ ইঞ্জিন ব্যবহারের কারণে মধ্যকাশে উড়োজাহাজ ধ্বংস হওয়া।

৩। খাবারে ভেজালের কারণে মৃত্যু বা শারীরিক অনিষ্টতা ঘটা ইত্যাদি।

পেশাগত দায় বীমা (Professional Liability)

বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তি যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী প্রমুখের কাছে ভুল ভ্রান্তি বা অবহেলার কারণে তৃতীয় পক্ষের শারীরিক অনিষ্টতা বা আর্থিক ক্ষতি সাধিত হইলে এই বীমা সেই আইনগত দায় বহন করে।

উদাহরণ:

১। ডাক্তারের ভুল প্রেসক্রিপশনের কারণে রোগীর স্বাস্থ্যের অবনতি বা মৃত্যু ঘটা।

২। ইঞ্জিনিয়ারের ভুল নকসা তৈরীর কারণে বিল্ডিং ধসে পড়া বা বিল্ডিংয়ে চিড় ধরা।

৩। আইনজীবীর ভুল পরামর্শদানের কারণে মক্কেলের আর্থিক ক্ষতিসাধন ইত্যাদি।

দূষণ দায় বীমা (Pollution Liability):

দূষণ দায় নানা কারণে সৃষ্ট বা উৎপন্ন হতে পারে।

উদাহরণ:

১। আগুনের কারণে সৃষ্ট ধোঁয়া দ্বারা বায়ু বা পরিবেশ দূষণ।

২। তৈলবাহী ট্যাংক থেকে তৈল বা পেট্রল জাতীয় পদার্থ সমুদ্র বক্ষে নিক্ষিপ্ত হওয়ার কারণে পানি দূষণ এবং সামুদ্রিক প্রাণীর ক্ষতি।

৩। পারমানবিক চুল্লি থেকে তেজস্ক্রিয় পদার্থ নির্গমনের ফলে পরিবেশ বা আবহাওয়া দূষণ ইত্যাদি।